মহালয়াতেই ২৫৩! সোমে কলকাতায় 'একডজন' পুজোর উদ্বোধনে মমতা! দিনভর তুঙ্গে ব্যস্ততা

Last Updated:

Mamata Banerjee Durga Puja Inauguration: মূলত প্রতিটি জেলায় ন্যূনতম দশটি করে পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতার কয়েকটি নাম করা পুজোরও উদ্বোধন মহালয়াতেই সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী।

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
নবান্ন সূত্রে জানা গেছে খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর ৭৪ পল্লী, বেহালা নতুন দল,বরিশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মাতা,আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ। সোমবার এই বার উদ্বোধন প্রায় পাশাপাশি মঙ্গলবার আরো একাধিক পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। প্রসঙ্গত গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু কলকাতা নয় বিভিন্ন জেলা থেকে একাধিক পুজোর উদ্বোধন করার জন্য নবান্নে বিভিন্ন পূজা কমিটি চিঠি জমা দিয়েছে।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর আবারও বিভিন্ন জেলার পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত ইতিমধ্যেই প্রস্তুতি ও নেওয়া শুরু হয়েছে নবান্নের তরফে। সূত্রের খবর জেলাগুলি থেকে কোন কোন পুজোর উদ্বোধন করা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই তালিকা চাওয়া হয়েছে।আজকের মধ্যেই সেই তালিকা দিতে বলা হয়েছে বলেই জানা গেছে।
advertisement
বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো বিষয় স্বীকৃতি দেওয়ায় গত ১লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেন। পুজো শেষে কার্নিভাল করা হবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কলকাতা পাশাপাশি জেলাগুলিতেও পুজোর কার্নিভাল হবে। যার প্রস্তুতি ও ইতিমধ্যে নিতে শুরু করেছে নবান্ন। সবমিলিয়ে দিনভর পূজো উদ্বোধনকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা থাকবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মহালয়াতেই ২৫৩! সোমে কলকাতায় 'একডজন' পুজোর উদ্বোধনে মমতা! দিনভর তুঙ্গে ব্যস্ততা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement