Mamata Banerjee: 'মা-মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল...' বাংলার মানুষকে নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, "আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের শক্তির মূল ভিত্তি, আমাদের মা, মাটি, মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা।
কলকাতা: “মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।” ২০২৪-এর বিদায় লগ্নে এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, “আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের শক্তির মূল ভিত্তি, আমাদের মা, মাটি, মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় নিপীড়ন ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায়।”
মমতা তাঁর বার্তায় আরও লেখেন, “এই বছর ফের একবার আমরা পরীক্ষায় বিজয় লাভ করেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালবাসা এবং সংহতির জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি হাত জোড় করে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।”
advertisement
advertisement
মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো,
তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।As we bid farewell to 2024, my heart swells with gratitude for the unflinching support of our Ma, Mati, Manush, the very cornerstone of our strength. It is your trust and faith that fuels our resolve to… pic.twitter.com/P7p7NxNhDw
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
advertisement
পাশাপাশি নতুন বছরে পা দেওয়ার এই মুহূর্তে নতুন করে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, “আমি আমার প্রতিশ্রুতি আবারও স্মরণ করছি, বাংলার মানুষকে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেবা করব, আপনাদের রক্ষা করব এবং ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলিতে দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। জয় বাংলা!”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2024 4:26 PM IST








