Mamata Banerjee: 'কেন শুনানিতে BLA2 দের ঢুকতে দেবে না? নিয়ম কই?' ক্যাম্প করে বসে থাকার নির্দেশ মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: এসআইআর-এর শুনানিতে কেন রাজনৈতিক দলের বিএলএ-দের ঢুকতে দেওয়া হচ্ছে না? বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে জোরালো প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন শুনানিতে বিএলএ ২ দের ঢুকতে দেওয়া হচ্ছে না তারও কারণ দর্শিয়ে ‘ব্যাখ্যা’ দিলেন মমতা।
বাঁকুড়া: এসআইআর-এর শুনানিতে কেন রাজনৈতিক দলের বিএলএ-দের ঢুকতে দেওয়া হচ্ছে না? বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে জোরালো প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন শুনানিতে বিএলএ ২ দের ঢুকতে দেওয়া হচ্ছে না তারও কারণ দর্শিয়ে ‘ব্যাখ্যা’ দিলেন মমতা।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বিজেপির লোক নেই বলেই শুনানিতে বিএলএ-দের ঢুকতে দিচ্ছে না।” লোকের অভাবের জন্যই বিজেপি এজেন্সির মাধ্যমে কাজ করছে বলে দাবি মমতার। তৃণমূল নেত্রীর ঝাঁঝালো প্রশ্ন, “কেন BLA2 দের ঢুকতে দেবে না? নিয়ম কই? খালি হোয়াটসঅ্যাপ করছে।” এই প্রসঙ্গে আধার পরিচয়পত্রের প্রশ্ন টেনে মমতা বলেন, “সব শংসাপত্র থাকার পরেও বলেছিল, আধার করতে হবে। এখন আবার আধার হবে না বলছে।”
advertisement
বিজেপিকে তীব্র তোপ দেগে মমতার আক্রমণ, “আমার লোকেদের যদি চার বার জেলে যেতে হয়। আমার চার মন্ত্রীকে জেল খাটিয়েছেন। আপনার লোকেরা ক’বার জেলে গেছে?”
advertisement
নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতার নিশানা, “আমার আধার কার্ড আছে। ভ্যানিশ কুমার আর দুঃশাসন ভোটের জন্য জিজ্ঞাসা করলে বলছে No sir..আর মানুষ মারার জন্য বলছে Yes Sir।
advertisement
রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতার পরামর্শ, “যারা বিজেপিকে ভোট দিতেন আর দেবেন না। এরা বিশ্বাসঘাতকতা করে।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “এখানের দলের সভাপতি আর চেয়ারম্যানকে বলছি। এখানে ইগো করলেই এক দিনে বাদ দিয়ে দেব। বিএলএ, বিএলএ ২ ক্যাম্প করে বসে থাকুন। এলাকা ছাড়বেন না। যে ৫৭ জন মারা গেছে তাদের নামে সব জেলায় শহিদ বেদী হবে। ইয়াং জেনারেশনদের যারা নতুন ভোটার তাদের ফর্ম ফেলে রাখা হচ্ছে। নজর রাখুন। বাংলায় কিছু হলে হইচই। আর ইউপিতে হলে মাটিচাপা, ধামাচাপা?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 3:21 PM IST










