Mamata Banerjee: রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হল সাধারণতন্ত্র দিবস, সর্বধর্মসমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে, যথার্থ রীতি মেনে এবং পূর্ণ মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মন্ত্রী-আমলা ও প্রশাসনিক আধিকারিকরা।
কলকাতা: রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে, যথার্থ রীতি মেনে এবং পূর্ণ মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মন্ত্রী-আমলা ও প্রশাসনিক আধিকারিকরা।
‘ভারত আমার ভারতবর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো
advertisement
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো।’
এদিন প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় দেশাত্ববোধক গানের লাইন উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা- সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার। আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।”
advertisement
সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তায় মমতা লেখেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 1:42 PM IST