Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা

Last Updated:

লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷

মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
কলকাতা: ‘মানুষের কাছে যেতে হবে৷ মানুষের জন্য কাজ করতে হবে৷ তা না হলে ভোটে জেতা যায় না৷’ লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সতীর্থদের এই সাবধানবাণী শুনিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটিই ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২টি আসনে জিতলেও এবার আসনপ্রাপ্তির সংখ্যা বাড়িয়ে ২৯-এ নিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল৷ উত্তরবঙ্গের কোচবিহার, মুর্শিদাবাদের বহরমপুরের মতো আসনগুলি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ জয় পেয়েছে দুটি বিধানসভা উপনির্বাচনেও৷
advertisement
advertisement
আপাতত দৃষ্টিতে এই ফলাফল তৃণমূলের জন্য স্বস্তির হলেও লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জিতেছিল ৭৭টি আসনে৷ আবার, পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুর এলাকার মধ্যে ৬৯টিতেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের সাফল্যের আড়ালে এই বিষয়গুলিই তৃণমূল শীর্ষ নেতৃত্বের মাথাব্যথা বাড়িয়েছে৷ তার উপর, আগামী মাসেই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিই আবার ছিল বিজেপির দখলে৷
advertisement
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের পুর এলাকাগুলিতে ফুটপাথ, রাস্তা দখল করে হকারদের দৌরাত্ম বন্ধ কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের একাধিক মন্ত্রী, পুরপ্রধানদের নাম ধরে ধরে তাঁদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ এবার মন্ত্রিসভার বৈঠকেও মন্ত্রীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু মন্ত্রীরাই নন, এ দিন রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকেও মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় বলে সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement