Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা

Last Updated:

লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷

মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
কলকাতা: ‘মানুষের কাছে যেতে হবে৷ মানুষের জন্য কাজ করতে হবে৷ তা না হলে ভোটে জেতা যায় না৷’ লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সতীর্থদের এই সাবধানবাণী শুনিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটিই ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২টি আসনে জিতলেও এবার আসনপ্রাপ্তির সংখ্যা বাড়িয়ে ২৯-এ নিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল৷ উত্তরবঙ্গের কোচবিহার, মুর্শিদাবাদের বহরমপুরের মতো আসনগুলি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ জয় পেয়েছে দুটি বিধানসভা উপনির্বাচনেও৷
advertisement
advertisement
আপাতত দৃষ্টিতে এই ফলাফল তৃণমূলের জন্য স্বস্তির হলেও লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জিতেছিল ৭৭টি আসনে৷ আবার, পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুর এলাকার মধ্যে ৬৯টিতেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের সাফল্যের আড়ালে এই বিষয়গুলিই তৃণমূল শীর্ষ নেতৃত্বের মাথাব্যথা বাড়িয়েছে৷ তার উপর, আগামী মাসেই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিই আবার ছিল বিজেপির দখলে৷
advertisement
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের পুর এলাকাগুলিতে ফুটপাথ, রাস্তা দখল করে হকারদের দৌরাত্ম বন্ধ কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের একাধিক মন্ত্রী, পুরপ্রধানদের নাম ধরে ধরে তাঁদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ এবার মন্ত্রিসভার বৈঠকেও মন্ত্রীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু মন্ত্রীরাই নন, এ দিন রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকেও মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় বলে সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement