Suvendu Adhikari: 'বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব!' হুঁশিয়ারি শুভেন্দুর, একদিন সময় দিলেন মমতাকে

Last Updated:

দু দিন ধরে এই অভিযান চলার পর অবশ্য আগামিকাল বিকেলে ফের একবার নবান্নে এই সংক্রান্ত বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ছবি: পিটিআই
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ছবি: পিটিআই
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর গোটা রাজ্য জুড়ে ফুটপাথ এবং সরকারি জায়গা দখল করে রাখা হকারদের সরিয়ে দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন৷ কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে জবরদখল মুক্ত করার অভিযান৷ এবার পুলিশ, প্রশাসনের এই সক্রিয়তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, যথাযথ নীতি না তৈরি করে এবং হকারদের নির্দিষ্ট সময় না দিয়ে অভিযান চালালে তিনি নিজেই বুল়ডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন৷ দলের বিধায়কদেরও একই বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা৷
দু দিন ধরে এই অভিযান চলার পর অবশ্য আগামিকাল বিকেলে ফের একবার নবান্নে এই সংক্রান্ত বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ প্রশাসন ও পুরসভাগুলিকে সেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে৷ শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীকে হকার উচ্ছেদ অভিযান বন্ধ করতে নির্দেশ দিতে হবে৷ তার বদলে সরকারি জমি জবরদখল মুক্ত করতে নির্দিষ্ট নীতি তৈরি করার দাবি জানিয়েছেন তিনি৷
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রথমে এসওপি তৈরি করুন, সমস্ত দফতরকে নিয়ে৷ সরকারি জমি আগে চিহ্নিত হোক৷ সঠিক ভাবে মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য আইনি নোটিস দিন৷’
advertisement
বিরোধী দলনেতা বলেন, ‘আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাথ দখলদার মুক্ত করার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি না৷ আমরা মনে করি এই রাজ্যে চাকরি নেই, ব্রিটানিয়া, ইসিএল পালিয়েছে৷ সিঙ্গুরে ডিনামাইট দিয়ে কারখানা গুঁড়িয়ে আপনি যে সঙ্কেত দিয়েছেন, তা মানুষ জানেন৷ সেই কারণেই সচেতন ভোটাররা এবার মুখ ঘুরিয়েছেন৷ তাই বিজেপি এবারেও ৩৯ শতাংশ ভোট পেয়েছে৷’
advertisement
শুভেন্দুর অভিযোগ, ‘জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হচ্ছে না৷ জামাকাপড়, প্লাস্টিকের জিনিস পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়ে যাচ্ছে৷ এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না৷ এটাকে মানবতা বিরোধী দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা এলাকায় হারের জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি৷ আগামিকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে পরশুদিন থেকে যেখানে উচ্ছেদ হবে সেখানে সবাইকে অনুরোধ করব বাধা দিন৷ আগাম জানতে পারলে আমি নিজেও বুলডোজার বা পুলিশের সামনে দাঁড়াতে প্রস্তুত আছি৷ আমার সতীর্থ বিজেপি বিজেপি বিধায়কদেরও আমি একই অনুরোধ করব৷ আমি আশা করব মুখ্যমন্ত্রী তাঁর রাজধর্ম পালন করবেন এবং পুলিশের অতি সক্রিয়তা বন্ধ করবেন৷ রাজ্য, কেন্দ্র, রেল, বন্দর যেখানে যার জমি বেদখল হয়েছে সেই জমি উদ্ধারের জন্য রাজ্যের শীর্ষ আধিকারিকরা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে বলে আমি আশা রাখি৷’
advertisement
এর পাশাপাশি বিদ্যুতের বর্ধিত মাশুল না কমালে সিইএসসি-র সদর দফতর এবং বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযানেরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব!' হুঁশিয়ারি শুভেন্দুর, একদিন সময় দিলেন মমতাকে
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement