Mamata Banerjee: কেমন আছেন কবীর সুমন? খোঁজ নিতে নিজেই এসএসকেএম-এ মমতা

Last Updated:
#কলকাতা: অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শ্বাসকষ্ট, গলায় ব্যথার মতো বেশ কিছু সমস্যা নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে কবীর সুমনকে৷ এ দিন বিকেলে তাঁকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷
উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন ৭৩ বছর বয়সি এই সঙ্গীত শিল্পী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ৷ নবান্ন থেকে হাসপাতালে পৌঁছেই সোজা উডবার্ন ওয়ার্ডে কবীর সুমনের কেবিনে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, চিকিৎসকদের সঙ্গে কথা বলে কবীর সুমনের শরীরের সর্বশেষ অবস্থা জেনে নেন তিনি৷ পাশাপাশি, অসুস্থ শিল্পীর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি৷ প্রায় তিরিশ মিনিট হাসপাতালে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন৷ সৌমিত্রবাবু জানিয়েছেন,  কবীর সুমনের ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ সেই কারণেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর৷ রক্তে অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যায় ৷ তবে হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ করোনা পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ আসে৷ ৭৩ বছর বয়স হওয়ায় বয়সজনিত বেশ কিছু সমস্যাতেও প্রবীণ সঙ্গীত শিল্পী ভুগছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
তবে এ দিন কবীর সুমনের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ তাঁকে ফেস মাস্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও বেড়ে ৯৮ শতাংশ হয়েছে৷ তবে কবীর সুমনের গলার সংক্রমণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন চিকিৎসকরা৷ এ দিন অবশ্য মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করেছেন কবীর সুমন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসও কবীর সুমনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান৷
advertisement
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কেমন আছেন কবীর সুমন? খোঁজ নিতে নিজেই এসএসকেএম-এ মমতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement