Mamata Banerjee: কেমন আছেন কবীর সুমন? খোঁজ নিতে নিজেই এসএসকেএম-এ মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শ্বাসকষ্ট, গলায় ব্যথার মতো বেশ কিছু সমস্যা নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে কবীর সুমনকে৷ এ দিন বিকেলে তাঁকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷
উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন ৭৩ বছর বয়সি এই সঙ্গীত শিল্পী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ৷ নবান্ন থেকে হাসপাতালে পৌঁছেই সোজা উডবার্ন ওয়ার্ডে কবীর সুমনের কেবিনে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, চিকিৎসকদের সঙ্গে কথা বলে কবীর সুমনের শরীরের সর্বশেষ অবস্থা জেনে নেন তিনি৷ পাশাপাশি, অসুস্থ শিল্পীর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি৷ প্রায় তিরিশ মিনিট হাসপাতালে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন৷ সৌমিত্রবাবু জানিয়েছেন, কবীর সুমনের ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ সেই কারণেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর৷ রক্তে অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যায় ৷ তবে হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ করোনা পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ আসে৷ ৭৩ বছর বয়স হওয়ায় বয়সজনিত বেশ কিছু সমস্যাতেও প্রবীণ সঙ্গীত শিল্পী ভুগছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
তবে এ দিন কবীর সুমনের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ তাঁকে ফেস মাস্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও বেড়ে ৯৮ শতাংশ হয়েছে৷ তবে কবীর সুমনের গলার সংক্রমণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন চিকিৎসকরা৷ এ দিন অবশ্য মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করেছেন কবীর সুমন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসও কবীর সুমনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান৷
advertisement
Avijit Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 6:40 PM IST