#কলকাতা: পুরভোটে বিপুল সাফল্যের জন্য রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের বেশিরভাগ পুরসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরেই বুধবার একটি ট্যুইট করেন মমতা। তাতে লেখেন, আরও এক বার তৃণমূলকে দু-হাত ভরে সমর্থন করার জন্য রাজ্যের মা-মাটি-মানুষকে আমি ধন্যবাদ জানাই। পুরভোটে তৃণমূলের সমস্ত জয়ী প্রার্থীদের আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই (West Bengal Municipal Election 2022)।
Heart-felt gratitude to Ma-Mati-Manush for according yet another overwhelming mandate to us. Congratulations to the winning candidates of All India Trinamool Congress in the Municipal Elections. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 2, 2022
তিনি আরও লেখেন, এই জয় আমাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা ও কাজের প্রতি একনিষ্ঠ থাকার অভ্যাসের বৃদ্ধি ঘটাবে। আসুন, আমরা সকলে মিলে রাজ্যের শান্তি ও উন্নয়নের হয়ে কাজ করি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের ১০২ পুরসভা একক ক্ষমতায় দখল করেছে তৃণমূল (West Bengal Municipal Election 2022)। চারটি পুরসভা ত্রিশঙ্কু হওয়ার পরেও খবর মিলেছে, অন্য দলের কাউন্সিলরদের সমর্থনে সেখানে বোর্ড গঠন করতে পারে তৃণমূল কংগ্রেস। একটি পুরসভা দখল করেছে বামেরা ও পাহাড়ের দার্জিলিং গিয়েছে নবগঠিত হামরো পার্টির দখলে।
আরও পড়ুন : পদ্ম থেকে ঘাসফুলে, জয়ের চওড়া হাসি মন্ত্রীর ভাইয়ের মুখে!
যদিও জয়ের পরেও উচ্ছ্বাস নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে দল। সংযম বজায় রাখার নির্দেশ দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুধবার তৃণমূলের জয়ের অঙ্ক স্পষ্ট হওয়ার পরে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তেমনই বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভোটের সাফল্যের পর খুব বড় করে বিজয় মিছিল না করাই শ্রেয়। বিরোধী নেতাদের মিষ্টি খাওয়ানোর প্রক্রিয়া চলতে পারে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়। সাধারণ মানুষের জীবন যেন বিঘ্নিত না হয় (West Bengal Municipal Election 2022)।
কর্মীদের দেওয়া বার্তায় তৃণমূল জানিয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। প্রত্যেকটি জয় দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে। মানুষ অনেক আশা করেছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামীদিনে করবেন না যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।