Visva Bharati University Plaque Controversy: ‘রবীন্দ্রনাথের নাম না থাকা ফলক সরাতে হবে’, অবস্থানে অনড় মমতার ফের কড়া বার্তা

Last Updated:

Visva Bharati University Plaque Controversy: এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার এই নিয়ে কথা বলেছেন৷

কলকাতা: বিশ্বভারতী বিতর্কে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় বিদ্যুৎ চক্রবর্তীর কটাক্ষের পর এ দিন আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি৷ বললেন, ‘প্রতিষ্ঠানের পরিচয় থেকে যে ফলক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দিতে চেষ্টা করছে, দয়া করে সেই ফলক সরিয়ে দিন৷ দয়া করে সন্মান ও মানবিকতা দেখান৷’
মূল অভিযোগ কী নিয়ে? অভিযোগ, শান্তিনিকেতনকে ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, উপাচার্য তার কৃতিত্ব নিজেই নিতে চাইছেন৷ সেই অভিযোগের অংশ হিসাবে বলা হয়েছে, শান্তিনিকেতনে শ্বেতপাথরের ফলক স্থাপন করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটি তকমা পাওয়ার পর৷ তাতে বিশ্বভারতীর আচার্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে আর রয়েছে উপাচার্যের নাম৷ কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই৷ আর তাই নিয়েই নানা মহল থেকে শুরু হয়েছে প্রতিবাদ৷
advertisement
মমতা এদিন বার্তা দিয়ে বলেছেন, ‘একদা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান বিশ্বভারতীতে স্পষ্ট ও উদ্ধত আত্মকেন্দ্রীক নিজস্ব মহিমা তুলে ধরার কাজ চলছেই৷ ইউনেসকো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে, কিন্তু স্থানীয় একজন স্মৃতি ফলকে দেওয়া নিজের নামের উদযাপন করেই চলেছেন৷ প্রতিষ্ঠানের পরিচয় থেকে যে ফলক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দিতে চেষ্টা করছে, ভগবানের জন্য, দয়া করে সেই ফলক সরিয়ে দিন৷ দয়া করে সন্মান ও মানবিকতা দেখান৷ দিল্লির উচিত এই বিষয়টি দ্রুত শুধরে ফেলা৷’
advertisement
advertisement
এর আগেও মমতা একাধিকবার এই নিয়ে কথা বলেছেন৷ একটি সাংবাদিক বৈঠকে ফলক নিয়ে তিনি বলেন, ‘ওই ফলক না সরালে ও রবি ঠাকুরের নাম ফিরিয়ে না আনলে ওখানে আমাদের লোক রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে আন্দোলন করবে৷’ সেই মতো আন্দোলনও শুরু হয়েছিল৷ এমনকী বিজেপির একাধিক নেতাও এই নিয়ে বিদ্যুতের সমালোচনা করতে ছাড়েননি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Visva Bharati University Plaque Controversy: ‘রবীন্দ্রনাথের নাম না থাকা ফলক সরাতে হবে’, অবস্থানে অনড় মমতার ফের কড়া বার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement