Mamata Banerjee: 'আপনার মা মানে আমার মা', মোদিকে বললেন মমতা! গভীর শোকপ্রকাশ

Last Updated:

Mamata Banerjee: শোকবার্তায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।''

শোকপ্রকাশ মমতার
শোকপ্রকাশ মমতার
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্য়ুতে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় এবং পরে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আপনার মা মানে আমার মা। আমি জানি না কীভাবে শোক জানাব। খুব দুঃখের দিন৷ আপনি ভার্চুয়ালি এলেন। আপনাকে সম্মান জানাই।'' মাতৃ বিয়োগের জন্য় প্রধানমন্ত্রীকে সমবেদনাও জানিয়েছেন তিনি। রাজ্য় সরকারের পক্ষ থেকে মুখ্য়মন্ত্রীর শোকবার্তাও প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই বার্ধক্য়জনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হীরাবেন মোদি। আজ ভোররাত সাড়ে তিনটে নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
advertisement
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আমার স্বপ্নের প্রোগ্রাম আজ আপনি চালু করছেন। বেহালার মানুষ খুশি। বাংলা বিশ্বমানের স্টেশন পাচ্ছে। আপনি বিশ্রাম নিন। আমি জানি না যে কিভাবে শোক জানাব৷''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আপনার মা মানে আমার মা', মোদিকে বললেন মমতা! গভীর শোকপ্রকাশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement