‘বাচ্চা ছেলে যেন, সব মনে করিয়ে দিতে হবে’, প্রিন্সেপ ঘাট রক্ষণাবেক্ষণ নিয়ে তোপ মমতার
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এ দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও একাধিক নির্দেশ দেন মমতা৷ তিনি এ দিন প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷
#কলকাতা: প্রিন্সেপ ঘাটের অবস্থা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বৈঠক থেকে তোপ দেগে তিনি ধমক দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে৷ বললেন, অবিলম্বে প্রিন্সেপ ঘাটের ভগ্নদশা যেন ঠিক করা হয়৷ ওখানে উত্তরপ্রদেশের মতো আরতি হোক, তিনি তা চান, এ কথাও বলেলন মমতা৷
নবান্নের বৈঠকের শুরুতেই এদিন মমতা বলেন, ‘‘প্রিন্সেপ ঘাটের অবস্থা বেশ খারাপ৷ কেন নিয়মিত রক্ষণাবেক্ষণ থাকবে না, আমাকে বলতে হবে কেন৷ ওখানে কিন্তু আমার পৌষমেলা হয়৷ তাড়াতাড়ি জায়গাটা ঠিক করতে হবে৷ আমার কখনও কখনও খারাপ লাগে, যেন বাচ্চা ছেলে, রোজ রোজ ললিপপ ধরিয়ে দেবে হাতে৷ ওখানে কেন মেন্টেনেন্স হচ্ছে না৷ আমার খুব খারাপ লাগে, মন্ত্রী, সেক্রেটারি, চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, কিন্তু পলিসি তো বদল হয় না৷ কেন তা হলে নজরদারি থাকবে না৷ আমি চাই গঙ্গায় আরতির জায়গা হোক৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
মমতা এ দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও একাধিক নির্দেশ দেন মমতা৷ তিনি এ দিন প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ জেলাস্তরের স্বাস্থ্য আধিকারিকদের মমতা এ দিন ক্ষোভের সঙ্গেই বলেন, আপনারা রেফার করা বন্ধু করুন৷ প্রসূতিদের রেফার করার ফলে পাঁচ-ছ’ঘণ্টা যাত্রা করতে গিয়ে অনেক মা-এর মৃত্যু হচ্ছে৷ এটা চলবে না৷ কারা রেফার করছে, সে বিষয়টি দেখতে বলেন মমতা৷
advertisement
পাশাপাশি স্বাস্থ্যসচিবকে কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেন৷ পাশাপাশি, তিনি বলেন, স্বাস্থ্যসাথীর সুযোগ অনৈতিক ভাবে যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷
স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের বলার সময়েই এল প্রস্তাব৷ আর সেই প্রস্তাব গ্রহণ করলেন মমতা৷ সোমবার নবান্নে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটি বৈঠক হয়৷ সেখানে প্রস্তাব দেওয়া হয়, সাধারণ মানুষের জন্য অনেক স্বাস্থ্য ব্যবস্থা শুরু করেছে বর্তমান সরকার৷ সে খানে বিপুল অঙ্কের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করছে৷ কত খরচ দিচ্ছে রাজ্য সরকার, তা শেষ পর্যন্ত রোগীর পরিবার বুঝতে পারছেন না৷ সেই কারণে খরচের একটি হিসাব রোগীর পরিবারের কাছেও দেওয়া উচিত, দেখার জন্য৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 21, 2022 8:17 PM IST