Mamata Banerjee: একসঙ্গে চার জেলার সফরে মমতা, ফিরে এসেই ঝড় তুলবেন পুরভোটের প্রচারে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ৬ ডিসেম্বর বিকেলে মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেদিন মালদহ জেলাতেই রাত্রিবাস করবেন তিনি (Mamata Banerjee)।
#কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একসঙ্গে চার জেলার সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের একটি জেলা৷
নবান্ন সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর বিকেলে মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেদিন মালদহ জেলাতেই রাত্রিবাস করবেন তিনি। পরের দিন দুপুর একটায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর বিকেল তিনটে থেকে রায়গঞ্জে এসে উত্তর দিনাজপুর জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ দুই জেলার প্রশাসনিক বৈঠক সেরে রাতেই মালদহে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
পরের দিন বেলা একটায় মালদহ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠক শেষ করে তিনি চলে আসবেন মুর্শিদাবাদে৷ বিকেল সাড়ে চারটে থেকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি। সেদিন রাতেই কলকাতা ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
সূত্রের খবর, চার জেলার প্রশাসনিক সভা থেকেই একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা পুরসভার পরই ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও ভোট করানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ তার আগে সরকারি কাজে গতি আনতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মত প্রশাসনিক মহলের৷
advertisement
তবে জেলা সফর থেকে ফিরেই কলকাতায় পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলে তৃণমূল সূত্রে খবর৷ একাধিক ওয়ার্ডকে সংযুক্ত করে কেন্দ্রীয়ভাবে বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2021 12:50 AM IST