Mamata Banerjee Sourav Ganguly: সৌরভকে নিয়ে বড় পরিকল্পনা মমতার, স্পষ্ট করে দিলেন প্ল্যান! দিলেন নির্দেশও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Sourav Ganguly: "সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা সেই জন্যেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছি।" বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বৈঠকে সেই পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ১০-১২ টি ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল সাইটে দিয়ে প্রচার করতে হবে। বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়েই এরকম ভিডিও তৈরি করতে হবে।”
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিজেপি ও কেন্দ্রীয় সরকার নানান ভাবে আমাদের বিরুদ্ধে নানান ভাবে অপপ্রচার করছে। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে।” মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতেই এমন বলেন মুখ্যমন্ত্রী।
“সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা সেই জন্যেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছি।” বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করেছেন তিনি। এর আগে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুখ্যমন্ত্রী নতুন করে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য, বাম আমলে রাজ্যে কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল না। ক্ষমতায় আসার পর এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শাহরুখের কাঁধে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকে। এবার তাঁকে নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 8:23 PM IST