Mamata Banerjee: এসআইআর নিয়ে ফের আক্রমণাত্মক মমতা! বললেন, 'দু’বছর সময় দিতে পারত!'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের সেই প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রাজ্য জুড়ে চলছে এসআইআর। আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্ভবত তারপরই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কম সময়ের মধ্যে কেন এসআইআর করার এত তাড়াহুড়ো? এবার সেই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের সেই প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর নামে রাজ্যে ‘সুপার এমার্জেন্সি’র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী বলেন, ”এসআইআর হল ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি নাগরিক। এর থেকে বড় অপমান হতে পারে না। সময় নিতে পারত। এত তাড়াহুড়ো কিসের?”
advertisement
advertisement
মমতার অভিযোগ, ”বাংলার উন্নয়নের জ্বলছে। মানুষকে উত্তর দিতে হবে। বিজেপির এবার ঘোঁট হবে, ভোট হবে না। নোট দিয়ে সব হবে না। ৩ তারিখে হরিয়ানা থেকে লোক নিয়ে এসে বিহারে ভোট হয়েছে।”
advertisement
মমতা বলেন, “কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে জানতে চাই। এসআইআর হল ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আপনাকে চেনেন। এর থেকে বড় অসম্মান কী হতে পারে? দু’বছর সময় দিতে পারত। এত কিসের তাড়াহুড়ো? মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত হতে হচ্ছে। নোট হবে না। ঘোঁট হবে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 7:00 PM IST

