স্মার্ট টিভি, প্রজেক্টর, কম্পিউটার...! পুনর্মিলনে দিঘার সরকারি স্কুল ভরিয়ে দিলেন ৩০ বছর আগের পড়ুয়ারা, আহ্লাদে আটখানা খুদেরা

Last Updated:

বন্ধুত্বের ৩০ বছরের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দিঘার ছোট্ট স্কুলকে আধুনিক স্কুল হিসেবে গড়ে তুলল কয়েকজন বন্ধু।

+
স্কুল

স্কুল

দিঘা, মদন মাইতি: বন্ধুত্বের ৩০ বছর পূরণ হয়েছে। সেই খুশিতেই কলকাতা থেকে দিঘায় হাজির নাকতলা হাইস্কুলের কয়েকজন প্রাক্তন ছাত্র। বন্ধুত্বের তিন দশকের এই মধুর স্মৃতিকে জীবন্ত রাখতে তারা দিঘায় বেড়াতে নয়, বরং সমাজ সেবায় হাজির হয়েছে। বহু বছর পর আবার একসঙ্গে মিলিত হওয়ার আনন্দকে তারা শুধুমাত্র উদযাপন করেননি, সেই আনন্দকে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে ভাগ করে নিয়েছে। এই মিলন-মুহূর্তকে অন্যভাবে সাজিয়ে তুলতেই তারা বেছে নিয়েছেন দিঘার অর্জুনী প্রাথমিক বিদ্যালয়। ৩০ বছরের বন্ধুত্বের স্মৃতি ধরে রাখতে নিজেদের উদ্যোগে অত্যন্ত গ্রামের এই বিদ্যালয়কে আধুনিক বিদ্যালয় হিসেবে গড়ে তুললেন তারা।
দিঘার অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুমে পরিণত করার উদ্যোগ নেন এই বন্ধুরা। তাদের লক্ষ্য ছিল গ্রামের স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। হঠাৎ করেই বিদ্যালয় চত্বরে উপস্থিত হয় কলকাতার নাকতলা হাই স্কুলের ১৯৯৬ সালের মাধ্যমিকের ব্যাচের একদল বন্ধু। দীর্ঘ ৩০ বছরের বন্ধুত্বের টানে একজোট হওয়া এই দলটি জানান, “আমরা শুধু বন্ধু হিসেবেই একত্রিত হইনি—সমাজের কাজে কিছু করার ইচ্ছে থেকেই এখানে এসেছি।” তাদের মধ্যে এক বন্ধু ড. দেবমাল্য মাইতি বলেন, “বিদ্যালয়ের অবকাঠাম উন্নত করতে আমাদের ছোট্ট উদ্যোগ যদি শিশুদের ভবিষ্যতে সামান্য হলেও সহায়ক হয়, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
advertisement
advertisement
শুধু স্মার্ট টিভি নয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রজেক্টর, কম্পিউটার। বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবকে সাজিয়ে তুলেছে নতুন রূপে। শিশুদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় উৎসাহী করে তুলতে তৈরি হয়েছে সহজ-ব্যবহারযোগ্য ল্যাব। পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরিকেও নানা বিষয়ের অসংখ্য বই দিয়ে সাজিয়ে তুলেছেন তারা, যাতে শিশুরা গল্প, বিজ্ঞান, ইতিহাস কিংবা জ্ঞানবিজ্ঞানের নানা তথ্য থেকে নিজেদের কৌতূহল মেটাতে পারে। অত্যন্ত গ্রামের পূর্ব মেদিনীপুরের এই বিদ্যালয়টি যে এভাবে বদলে যাবে ভাবতে পারেন নি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে নিয়ে এসেছেন বিভিন্ন খেলাধুলার সরঞ্জামও। তাদের কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ কর্পোরেট চাকুরিজীবী—নানা পেশার এই বন্ধুরা প্রতি মাসে নিজেদের রোজগারের কিছু অংশ জমিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। আর এবার বন্ধুত্বের ৩০ বছর পূরণ উপলক্ষে তাদের এই জমান অর্থ দিয়েই, দিঘায় বেড়াতে আসার পরিবর্তে দিঘার একটি ছোট্ট বিদ্যালয়কে তারা সাজিয়ে তুলল আধুনিক বিদ্যালয় হিসেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্মার্ট টিভি, প্রজেক্টর, কম্পিউটার...! পুনর্মিলনে দিঘার সরকারি স্কুল ভরিয়ে দিলেন ৩০ বছর আগের পড়ুয়ারা, আহ্লাদে আটখানা খুদেরা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement