IND vs SA: টেস্টে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বৈরথে এগিয়ে কে? রইল পরিসংখ্যান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পর এখন শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ।
ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পর এখন শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ। সফরে থাকবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৫টি টি-২০ ম্যাচ। উদ্বোধনী টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, যেখানে দুই দলের লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৪৪টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৬টি ম্যাচ, আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টি ম্যাচ। অর্থাৎ, পরিসংখ্যানে আফ্রিকানরা কিছুটা এগিয়ে রয়েছে। তবে ঘরের মাঠে ভারত সবসময়ই অপ্রতিরোধ্য। শেষবার যখন ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসেছিল, তখন ভারতীয় দল তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছিল।
advertisement
২০১৫ সাল থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ “ফ্রিডম ট্রফি” নামে পরিচিত। এই নামকরণ করা হয়েছে ভারতের মহাত্মা গান্ধী ও দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার সম্মানে—দুই মহান নেতা যাঁরা অহিংসার মাধ্যমে নিজেদের দেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে এই সিরিজ শুধু ক্রিকেট নয়, দুই জাতির ঐতিহাসিক বন্ধনের প্রতীকও বটে।
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক সচিন তেন্ডুলকর। তিনি ২৫টি টেস্টে ৪৫ ইনিংস খেলে করেছেন ১,৭৪১ রান, গড় ৪২.৪৬ ও স্ট্রাইক রেট ৪৭.৭২। এই সময় তিনি ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এই পরিসংখ্যান নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস, যারা ফ্রিডম ট্রফি জয়ের নতুন ইতিহাস গড়তে মুখিয়ে আছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 7:26 PM IST

