'ইতনা গুস্সা কিউঁ হ্যায়? পিন্টু বাবুর এত রাগ কেন...?' কাকে ছুড়লেন প্রশ্নবাণ...? নারীদিবসে 'গর্জন' মমতার!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: নারীদিবসের মঞ্চ থেকে চরম হুঙ্কার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এত রাগ কেন? বাংলা নিয়ে সরাসরি ছুড়ে দিলেন প্রশ্ন।
কলকাতা: নারীদিবসের মঞ্চ থেকে চরম হুঙ্কার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এত রাগ কেন? বাংলা নিয়ে সরাসরি ছুড়ে দিলেন প্রশ্ন। বৃহস্পতিবার নারী দিবসের কর্মসূচি স্বরূপ বাংলার মা-বোনেদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশেষ মিছিল আয়োজন করা হয়। আর সেই মিছিলের মঞ্চ থেকেই একের পর এক বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
মমতার কথায়, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কাল ও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয় আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতার কটাক্ষ,”গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।”
advertisement
আরও পড়ুন: ‘অনেকে ভুয়ো ‘সন্দেশ’ দিয়েছেন’, নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিরোধীদের বার্তা মমতার
advertisement
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প নিয়ে মঞ্চ থেকে এদিন সোচ্চার হন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, ইডি সিবিআই-সহ একাধিক ইস্যু তুলে ক্ষোভে ফেটে পড়ে মমতা আরও বলেন, “বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। পিন্টু বাবুর এত রাগ কেন? নির্বাচনের আগে বলবে সিএএ হবে। আমরা এখানে আধার কার্ড কাটতে দেব না। এনআরসি-ও করতে দেব না। মতুয়াদের যে ভাগ করার রাজনীতি, ত আমরা মানব না। NRC করতে দেব না। উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গ ভাগ আমরা মানব না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 4:23 PM IST









