Mamata Banerjee: 'অনেকে ভুয়ো 'সন্দেশ' দিয়েছেন', নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিরোধীদের বার্তা মমতার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: বৃহস্পতিবার নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হুঁশিয়ার করে সাফ বললেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ' দিয়েছেন। আর নয়।"
কলকাতা: বৃহস্পতিবার নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হুঁশিয়ার করে সাফ বললেন, “সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ দিয়েছেন। আর নয়।” নারী দিবস উদযাপনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশেষ মিছিল ও সভা আয়োজন করা হয় এদিন। কলেজ স্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পৌঁছয় সেই মিছিল। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের দিকে লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ছিল তাৎপর্যপূর্ণ। যার কেন্দ্রে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের মিছিলে নজর কেড়েছেন সন্দেশখালির মহিলারা।
এদিন মঞ্চ থেকে সন্দেশখালি প্রসঙ্গ তুলে মমতা বলেন, “যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে ভুল সন্দেশ দেওয়া হয়েছে তা ঠিক নয়। আমাদের হাতের ৫ আঙুল সমান নয়। অনেক সময় আমাদের নজরে আসে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরতে কার্পণ্য করি না। কিছু কিছু জায়গায় আমাদের নজরে থাকে না। যদি কখনো অন্যায় হয়ে থাকি আমরা ব্যাবস্থা করি।আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের ও ছাড়ি না।”
advertisement
advertisement
অন্যদিকে বিজেপিই একহাত নিয়ে মমতার প্রশ্ন, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কাল ও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয় আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতার কটাক্ষ,”গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 5:09 PM IST










