Mamata Banerjee: ‘এখানে ব্যবসা করছে আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে !’ কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CESC-র গাফিলতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘সিইএসসি-কে অনেকবার বলেছি কলকাতায় ওয়্য়ারগুলো ঠিক করতে। শুনেছি ৭–৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিবারগুলোকে সিইএসসি-কে সাহায্য় করতে হবে। তাঁদের একটা করে চাকরি দিতে হবে, আমি স্পষ্ট জানাচ্ছি। যা যা সম্ভব, আমরাও করব।’’

CESC-র গাফিলতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী
CESC-র গাফিলতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী
আবীর ঘোষাল, কলকাতা: দুর্যোগের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার। আর এই মৃত্যুর জন্য CESC-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, “এর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক। এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে ৷ এখানে আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। সিইএসসি-র কাছে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘সিইএসসি-কে অনেকবার বলেছি কলকাতায় ওয়্য়ারগুলো ঠিক করতে। শুনেছি ৭–৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিবারগুলোকে সিইএসসি-কে সাহায্য় করতে হবে। তাঁদের একটা করে চাকরি দিতে হবে, আমি স্পষ্ট জানাচ্ছি। যা যা সম্ভব, আমরাও করব। আমরাও ভুগছি, আমাদের ঘর বাড়িও ডুবে গেছে। পুজোর মণ্ডপগুলোর জন্যও খারাপ লাগছে। এটা কি সিইএসসি-র দায়িত্ব নয়? বিদ্যুৎ সিইএসসি দেয়, সরকার নয়। মানুষের যেন কষ্ট না হয়, সেই ব্যবস্থা করা তাদেরই কর্তব্য। এখানে ব্যবসা করবে, কিন্তু এখানে আধুনিকীকরণ করবে না? দ্রুত মাঠে নামুক, কাজ শুরু করুক।’’
advertisement
advertisement
advertisement
advertisement
আবারও বান আসছে, আরও জল জমবে। গঙ্গায় মহালয়া থেকে জোয়ার চলছে। জল যাওয়ার আর কোনও জায়গা নেই, শেষমেশ সেটা আবার গঙ্গাতেই বার করতে হবে। বিহার-উত্তর প্রদেশ থেকে আসা জলে চারপাশ ভরে আছে। আমি বেসরকারি কর্মীদেরও কাজে না যেতে অনুরোধ করছি—দুর্যোগ সবার উপর সমানভাবে প্রভাব ফেলে। উপরন্তু কেন্দ্র জিএসটি-র টাকা কেটে নিয়েছে, আমাদের সব ফান্ড এখন এই দুর্যোগ সামলাতেই যাচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘এখানে ব্যবসা করছে আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে !’ কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CESC-র গাফিলতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement