Mamata Banerjee: উত্তরপ্রদেশে ইভিএম নিয়ে বড় দাবি মমতার! দিলেন নতুন 'অস্ত্রের' হদিশও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: তৃণমূল (TMC) সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ও পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি (BJP) শিবিরকে কটাক্ষ করলেন। এই ফলাফল যে কোনওমতেই লোকসভা নির্বাচনের ফলের ইঙ্গিত বহন করছে না সে কথাও জোরগলায় বললেন মমতা।
#কলকাতা: পাঁচ রাজ্যের নির্বাচনের (Election Results 2022) ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছে এই ফল৷ যদিও নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ বরং ভোট কুশলীর দাবি, লোকসভা নির্বাচনে কী হবে তা ২০২৪-এই ঠিক হবে৷ কোনও রাজ্য নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একেবারেই নয়৷ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modu) 'সাহেব' বলেও কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর৷ এবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি শিবিরকে কটাক্ষ করলেন। এই ফলাফল যে কোনওমতেই লোকসভা নির্বাচনের ফলের ইঙ্গিত বহন করছে না সে কথাও জোরগলায় বললেন মমতা। দিলেন উপযুক্ত ব্যাখ্যাও।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "শুধু কেন্দ্রীয় এজেন্সির জোরে আর 'ইলেকশন মেশনারির' জোরে চারটে ভোটে জিতে বাজনা বাজাচ্ছে বিজেপি। ২০২৪ লোকসভা নিয়ে এখন থেকে চেঁচাচ্ছে। বাংলায় হেরেও লজ্জা নেই৷" শুধু তাই নয় ইভিএম নিয়ে বড় দুর্নীতির অভিযোগ আনলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, "উত্তরপ্রদেশের ভোট ভালো করে দেখুন অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। সপার আসন বেড়েছে। বিজেপির আসন কমেছে। ইভিএম নিয়ে অনেক অভিযোগ ছিল। ইভিএম নিয়ে কী হল দেখেছেন? অখিলেশের দুঃখ পাওয়ার কিছু নেই। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত। পঞ্জাবে আপ ইভিএম-এ নজরে রেখেছিল। আমরা এখানে রেখেছিলাম। কিন্তু উত্তরপ্রদেশে তা হয়নি।"
advertisement
advertisement
ইউ পি বিধানসভার (Uttar Pradesh Assembly Election Results 2022) ফলাফল নিয়ে মমতা আরও যোগ করেন, "উত্তরপ্রদেশে অখিলেশ একা লড়েছে আমাদের মত৷ ভোট ভাগ হয়েছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি (BJP)।" অন্যদিকে গোয়ার(Goa Assembly Election Results 2022) নির্বাচনী ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গোয়া সবে তৃণমূল শুরু করেছে। আমরা ভালো ভোট পেয়েছি। আমাদের ওখানে এম এল এ নেই। তাই ভোটের জোট পার্টনার যাচ্ছে।"
advertisement
আগামী দিনে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে মমতার সাফ কথা, "কংগ্রেস তাদের কথা বলবে। ওটা একটা আলাদা রাজনৈতিক দল। তবে কংগ্রেসের ওপর নির্ভর করে শুধু চলবে না৷ তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷" একইসঙ্গে লোকসভা ভোটের আসল অস্ত্রের হদিস দিয়ে মমতা বলেন, "বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। একইসঙ্গে জোট প্রসঙ্গে মমতা বলেন,"আমার সাথে কেউ যোগাযোগ করলে বলব। আমি ;ইন্টারেস্টেড'। সবাই এক হোক। আমাকে বাদ দিলে দিক। কিন্তু আমি চাই, সবাই এক হোক।" জোটই যে ২০২৪ এ বিরোধীদের অন্যতম অস্ত্র হতে চলেছে সেই বার্তা দিয়ে মমতা এদিন স্পষ্ট ভাষায় বলেন, "আমি আগে দেখতে চাই কে কে উদ্যোগ নেবে।" মোদির (PM Narendra Modi) জোরালো দাবিকে নস্যাৎ করে দিয়ে তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) কটাক্ষ, "দেখুন না আগেহোলিটা যাক। ওনার 'অতিরিক্ত আত্মবিশ্বাস' আসল পতনের কারণ হতে চলেছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 4:29 PM IST

