Mamata Banerjee: মমতার নিরাপত্তায় বিরাট পদক্ষেপ পুলিশের! হাজরা-কালীঘাট এলাকায় এবার যা হতে চলেছে...
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sourav Tewari
Last Updated:
Mamata Banerjee: কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে সমস্ত রাস্তায় ১৪৪ ধারা জারি করা হল। আইন শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল। শনিবার কলকাতার রাজপথে এক বিশাল মিছিলের আয়োজন করেছিল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের প্রেক্ষিতেই ছিল ওই মিছিল।
কিন্তু সেই মিছিল ঘিরে শনিবার দিনভর সরগরম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হাজরা ও সংলগ্ন অঞ্চল। তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছে মিছিল। মিছিলের অভিমুখ ছুঁয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াও। হাজরা থেকে বাম, বিজেপি ও কংগ্রেস নেতারা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। আর এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ করল লালবাজার।
advertisement
advertisement

কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ২ মাসের জন্য পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত ওই এলাকা দিয়ে কোনও গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কালীঘাটের বেশ কিছু রাস্তায়।
advertisement
প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের মিছিল ঘিরে শনিবার সকাল থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কালীঘাট ফায়ার স্টেশনের সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল। কলকাতা পুলিশের সব ক’টি ডিভিশন থেকে ফোর্স নিয়ে আসা হয়েছিল আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আর সেই মিছিল ও কর্মসূচির শেষেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার।
advertisement
—- সৌরভ তিওয়ারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 8:57 AM IST