Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী! মারাত্মক অভিযোগ মমতার

Last Updated:

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী
কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দমদম বিমানবন্দর থেকে ওড়িশ্যার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাস্তা, আবাসন-সহ ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। আগামী ২৯ তারিখ দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব।"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এবারেরও বাজেটে ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা দেয়নি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে ৬ মাস আগে দেখা করে এসেছি। অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তাঁকেও আমি বলেছি। তাঁদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে। বারবার বলা হয়েছে। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি, বিজেপির কথায় কিছু টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে।"
advertisement
advertisement
মমতা বলেন, "কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে। মনে হচ্ছে সিবিআই-এর ডিরেক্টর বিজেপির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবেই দেশ চলছে! ১০০ দিনের কাজ গরিব মানুষের কাজ। আমি চিরদিন গরিব মানুষদের জন্য লড়াই করেছি।"
advertisement
তিনি আরও বলেন, "১০০ দিনের কাজ, আবাসন প্রকল্প, রাস্তার কাজ, গরিব মানুষদের এখনও ৭ হাজার কোটি টাকা বাকি আছে। কাজ করার পরেও টাকা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের বাংলাকে ব‍ঞ্চনা করার জন্য আগামী ২৯ তারিখ আমি ধরনায় বসব। মুখ্যমন্ত্রী হিসাবে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব। ৩০ তারিখ সন্ধ্যা বেলায় শেষ করব। তারপরে আমরা ব্লকে ব্লকে যাব।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী! মারাত্মক অভিযোগ মমতার
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement