Mamata Banerjee: কামড়ে দিয়েছিল বেড়াল! সাহায্য চাওয়ার পরেও পাশে থাকেননি বিধায়ক, নেতাকে কড়া ধমক মমতার

Last Updated:

কালীঘাটের বৈঠকে কোন কোন নেতাকে কড়া ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানেন কি, কোন নেতা, কী কারণে বকা খেল?

কলকাতা: সাগরদিঘি উপ নির্বাচনে পরাজয়ের পরে এই প্রথম দলীয় স্তরে স্বয়ং তৃণমূলনেত্রীর নেতৃত্বে এত বড় একটা বৈঠক। সকলের কপালে যে কম বেশি বকাঝকা জুটবে তা বুঝে মোটের উপরে প্রস্তুত ছিলেন নেতা, বিধায়ক থেকে সাংসদেরা। কিন্তু, ধমকটা যে এই জন্যেও আসতে পারে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। অভিযোগ, তাঁর এলাকার জনৈক ব্যক্তিকে একটা বেড়াল কামড়ে দিয়েছিল। তারপরেই তিনি সাহায্য পাওয়ার আশায় বিধায়কের কাছে ছুটে যান। কিন্তু, নিজ কেন্দ্রের সেই ব্যক্তিকে নাকি কোনও সাহায্য় করেননি ব্রজকিশোর।
এই পর্যন্ত হলে, তা-ও নয় ঠিক ছিল। কিন্তু, কী ভাবে যেন সেই কথা পৌঁছে গিয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কানে। ব্যাস! ভরা বৈঠকে, সক্কলের সামনে একেবারে কড়া ধমক। দলের বিধায়ককে বকা দিয়ে মমতা বললেন, "বেড়ালে কামড়ানোর চিকিৎসা চেয়ে তোমার কাছে গিয়েছিল ব্রজ৷ তুমি একটাও ব্যবস্থা করে কেন দাওনি?" এরপরে অবশ্য বিধায়কের কী প্রতিক্রিয়া হয়েছিল তা জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: দলের দিকে এবার আরও বেশি নজর! পঞ্চায়েতের আগে প্রতি শুক্রবার জেলা ভিত্তিক বৈঠক করবেন মমতা
তবে শুধু ব্রজকিশোরই নন, এদিন মমতার কাছে বকা খান আরও অনেক নেতানেত্রী। দলের ট্যুইট রিট্যুইট করেন না বলে বকা খেলেন ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, সায়নী ঘোষ, মালা রায়, পরেশ পাল, অতীন ঘোষ, সুদীপ বন্দোপাধ্যায়েরা। অন্যদিকে, সুদীপ বন্দোপাধ্যায়, মালা রায়, অতীন ঘোষ, পরেশ পালকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন মমতা। এরপরেই তাঁর বিস্ফোরক অভিযোগ, খলিলুর রহমান ও আবু তাহের নাকি অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শুধু বনি সেনগুপ্তই নন! কুন্তল ঘোষের কাছ থেকে আরও অনেক টলি তারকার অ্যাকাউন্টে গেছে টাকা! আগামী সপ্তাহেই ৫-৬ জনকে তলব ED-র
মমতা এদিন বৈঠকে বলেন, ''নুরুল ইসলাম, তোমার কাজ সংখ্যালঘু সংগঠন শক্তিশালী করা। সেটা তুমি করোনি৷ আমার কাছে যা রিপোর্ট আছে তাতে তুমি জেলায় জেলায় যাওনি।" অন্যদিকে, ট্রেনের কামরায় বসে নিভৃত আলোচনায় দল নিয়ে বীরূপ মন্তব্য করায় মমতার কাছে তিরস্কৃত হতে হল দুই বিধায়ক ইদ্রিশ আলি এবং আখরুজ্জামানকে৷
advertisement
সংগঠন আরও মজবুত করতে না পারায় এদিন তৃণমূলনেত্রীর সামনে ক্ষমা চান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কামড়ে দিয়েছিল বেড়াল! সাহায্য চাওয়ার পরেও পাশে থাকেননি বিধায়ক, নেতাকে কড়া ধমক মমতার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement