Mamata Banerjee | TMC: দলের দিকে এবার আরও বেশি নজর! পঞ্চায়েতের আগে প্রতি শুক্রবার জেলা ভিত্তিক বৈঠক করবেন মমতা
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কালীঘাটের বৈঠকে দলের সাংগঠনিক স্তরে নেতৃত্বে বেশ কিছু রদবদল করার কথা ঘোষণা করেন মমতা। বীরভূমের দায়িত্ব আর কাউকে না দিয়ে আপাতত নিজের কাঁধেই রেখেছেন তিনি।
কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচনে। তাই আর করা যাবে না অবহেলা। দলের জন্য এবার বাড়তি সময় দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রতি শুক্রবার হবে সাংগঠনিক বৈঠক। জেলা ধরে ধরে বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। শুক্রবার কালীঘাটের যে বাড়িটিতে তৃণমূলের বৈঠক হয়, তা ছিল গ্রাসরুট ওয়েলফেয়ার ট্রাস্টের। সূত্রের খবর, এই বাড়ি থেকে ভোটার লিস্ট, অ্যাকাউন্টস, জাগো বাংলার কাজ হয়। এবার থেকে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকও হবে।
মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে হার এখনও তৃণমূল নেতৃত্বের কাছে দগদগে ক্ষতের মতো। এই পরিস্থিতি আবার শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও। সামনের নির্বাচনে বিরোধীদের এক চুলও জমি ছাড়তে নারাজ শাসকদল। এদিন তাই আগামী নির্বাচনের রণকৌশল ঠিক করতে এবং পঞ্চায়েত-জেলা থেকে রাজ্য পর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে খবরাখবর নিতে বিশেষ বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
advertisement
আরও পড়ুন: চব্বিশে 'একলা চলো' নীতিতেই ভর করে এগোবে তৃণমূল, আঞ্চলিক দলকে বিশেষ গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
বৈঠকে একাধিক নেতা, বিধায়ক, সাংসদদের সঙ্গে ধরে ধরে কথা বলেন মমতা। বকা দিতেও দেখা যায় তৃণমূলনেত্রীকে। কালীঘাটের বৈঠকে দলের সাংগঠনিক স্তরে নেতৃত্বে বেশ কিছু রদবদল করার কথা ঘোষণা করেন মমতা। বীরভূমের দায়িত্ব আর কাউকে না দিয়ে আপাতত নিজের কাঁধেই রেখেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: শুধু বনি সেনগুপ্তই নন! কুন্তল ঘোষের কাছ থেকে আরও অনেক টলি তারকার অ্যাকাউন্টে গেছে টাকা! আগামী সপ্তাহেই ৫-৬ জনকে তলব ED-র
এদিন কালীঘাটের বৈঠকের শেষে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''বীরভূম দিদি নিজে দেখবে। তাপস রায় দক্ষিণ দিনাজপুর। মলয় ঘটক বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম দেখবে। অরূপ বিশ্বাস নদিয়া, বর্ধমান পূর্ব, দার্জিলিং দেখবে। ফিরহাদ হাকিম দেখবেন হাওড়া ও হুগলি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মালদহ, মুর্শিদাবাদ দেখতে বলা হয়েছে।'' সুদীপের সংযোজন, ''পুরনোরা ছিল। নতুনরা আসবে। কিন্তু যারা দুর্দিনে থেকেছে তারা অনুভব করেনি যে তারা গুরুত্ব হারাচ্ছে। দলকে কিছু ক্ষেত্রে তো কখনও সিদ্ধান্ত নিতে হতে পারে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 7:15 PM IST