Mamata Banerjee: 'আমরা বসে ললিপপ খাব না!' চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারিকে উড়িয়ে দিলেন মমতা! নিশানায় কি বিজেপিও?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় বলেন, ''আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না। আমরা অখন্ড ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা যেন অন্য কোনও উস্কানিতে পা না দিই।''
কলকাতা: বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ছে। এই আবহে কলকাতা দখলের হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। ৪ দিনের মধ্যেই তাঁরা কলকাতা দখল করে নিতে পারেন, এমনই দাবি তাঁদের। অন্যদিকে কলকাতা এবং আগরতলার পাশাপাশি সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিয়েছেন বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান। এবার এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের কিছু মানুষের উস্কানিমূলক মন্তব্যের প্রবল সমালোচনা করলেন তিনি।
মমতা সোমবার বিধানসভায় বলেন, ”আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না। আমরা অখন্ড ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা যেন অন্য কোনও উস্কানিতে পা না দিই।” মুখ্যমন্ত্রীর সংযোজন, ”অনেকে এখানে আসতে চাইছে ওপার থেকে। কিন্তু সেটা দেখছে বিএসএফ। আমরা এই নিয়ে মন্তব্য করব না। সীমান্ত কিন্তু আমাদের দেখার বিষয় নয়। সবাইকে অনুরোধ করব, এমন প্ররোচনামূলক কথা কেউ বলবেন না। বিদেশসচিব গিয়েছেন বাংলাদেশে। আমরা তাদের মিটিংয়ের ওপর নির্ভরশীল। আসুন আমরা দেখিয়ে দিই, এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবোধ, মমত্ববোধ, স্নেহবোধ। কেউ বিচ্ছিন্ন করতে আসলে প্রতিরোধ গড়ুন। যারা বলছে দখল করবে, তাদের বলব সুস্থ থাকুন, ভাল থাকুন।”
advertisement
advertisement
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে এদিন রীতিমতো ফুঁসে উঠে মমতা বলেন, ”বাংলাদেশে অত্যাচার চলছে যা আমরা ভালভাবে দেখছি না। মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে। দাঙ্গা করে দুষ্কৃতীরা। এমন কোনও মন্তব্য যেন না করি, যার প্রভাব যেন এখানে না পড়ে। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলে নিজের মতো করে প্রতিবাদ করছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।”
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়েও সে রক্ত আছে। কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না। ওখানে আমাদের যারা বন্ধু আছে তাদের ক্ষতি হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 1:12 PM IST