Mamata Banerjee on Sudip Banerjee: হঠাৎ সুদীপ-নয়নাকে ধন্যবাদ! তাপস রায়কে 'জবাব' ফেরালেন মমতা! বুঝিয়ে দিলেন 'সব'

Last Updated:

Mamata Banerjee on Sudip Banerjee: বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বড়নগরের বিধায়ক তৃণমূল ছাড়া মাত্রই বিজেপিতে যোগ দেন।

সুদীপকে ধন্যবাদ মমতার
সুদীপকে ধন্যবাদ মমতার
কলকাতা: নারী দিবস উদযাপনে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের বিশেষ মিছিল ছিল আজ। নজরে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিল থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী। কিন্তু হঠাৎ সুদীপ, নয়নাকে কেন ধন্যবাদ জানালেন তিনি?
প্রসঙ্গত, বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বড়নগরের বিধায়ক তৃণমূল ছাড়া মাত্রই বিজেপিতে যোগ দেন। যদিও তৃণমূল ছাড়ার কারণ হিসেবে বারবার তিনি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। কিন্তু তা নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল নেত্রী মমতা।
advertisement
advertisement
অবশেষে আজ মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যার দিকে তাপস রায়ের অভিযোগ ছিল, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ধন্যবাদ জানালেন তিনি। মমতা বলেন, ”আমি সুদীপ দা, নয়নাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অসম থেকে কনটেস্ট করছি। সন্দেশখালি থেকে মহিলারা এসেছেন মিষ্টি দিতে। গর্জন যখন হবে, সব হবে তখন। বিজেপি করলেই সাদা,অন্য দল করলেই কাদা।”
advertisement
মমতার কথায়, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কালও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয়, আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতার কটাক্ষ, ”গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Sudip Banerjee: হঠাৎ সুদীপ-নয়নাকে ধন্যবাদ! তাপস রায়কে 'জবাব' ফেরালেন মমতা! বুঝিয়ে দিলেন 'সব'
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement