Mamata Banerjee on Sagardighi By Election: সংখ্যালঘুদের জন্য 'এত' কাজ, তবু সাগরদিঘিতে এই ফল! বড় সিদ্ধান্ত নিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee on Sagardighi By Election: সূত্রের খবর, সোমবার শীর্ষ নেতাদের সঙ্গে ক্যাবিনেটের পরে এই বিষয়ে ঘরোয়া আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন পথের খোঁজে মমতা
নতুন পথের খোঁজে মমতা
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু এলাকায় বিশেষ নজরে তৎপর হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ হয়েছে গত ১২ বছরে। এরপরেও কেন সাগরদিঘি উপনির্বাচনে এই হাল হল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। আগামিদিনে কোথায় কোথায় ক্ষোভ? আদৌ কি ক্ষোভ আছে কোথাও? থাকলে কোথায় কোথায়? খুঁজে বার করতে এবার বিশেষ দায়িত্ব দেওয়া হল সিদ্দিকুল্লা চৌধুরী, জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন সহ কয়েকজন শাসক নেতাকে। পর্যালোচনা করে তারা রিপোর্ট দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সূত্রের খবর, সোমবার শীর্ষ নেতাদের সঙ্গে ক্যাবিনেটের পরে এই বিষয়ে ঘরোয়া আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির ফল নিয়ে দলীয় স্তরে তদন্ত করতে বলেছিলেন। এই উপনির্বাচনে বাম–কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। এবার লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তাই সাগরদিঘির পরাজয়কে মোটেই হালকাভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। ফলাফল নিয়ে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ বলে দলীয় সূত্রের খবর।
advertisement
advertisement
তৃণমূল সূত্রের খবর, জেলা নেতৃত্বের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে প্রায় ৫০ হাজার ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন সুব্রত সাহা। তাহলে এবার কী হল?‌ তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
advertisement
এই পরিস্থিতিতে গোটা রাজ্যের সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই এবার কয়েক জন নেতা-নেত্রীকে দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো। সেই রিপোর্ট হাতে আসার পর কী ব্যবস্থা নেন তৃণমূল নেত্রী, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Sagardighi By Election: সংখ্যালঘুদের জন্য 'এত' কাজ, তবু সাগরদিঘিতে এই ফল! বড় সিদ্ধান্ত নিলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement