তারকেশ্বর: রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বাড়াতে নয়া উদ্যোগ রেলের। যার মাধ্যমে উপকৃত হবেন এ রাজ্যের বিপুল সংখ্যক রেলযাত্রী। ঢেলে সাজানো হবে পশ্চিমবঙ্গের একাধিক রেল স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় রাজ্যের ৯৪টি স্টেশনকে আধুনিকীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আওতায় আনছে ভারতীয় রেল।
রেল সূত্রে খবর, স্টেশনের অবস্থান, স্টেশনের গুরুত্ব, স্টেশন ব্যবহার করে চলাচলকারী ট্রেনের পরিমাণ, যাত্রী সংখ্যা- এমন নানাদিক খতিয়ে দেখে অমৃত ভারত স্টেশন স্কিমে স্টেশন গুলিকে বাছাই করা হয়েছে। ইতিমধ্যেই এই উন্নয়নের কাজের জন্য বিভিন্ন জোনভিত্তিক আর্থিক বরাদ্দও করেছে রেল। ইতিমধ্যেই লোকসভায় এনিয়ে তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী।