Mamata Banerjee on India: মিটিংয়ের কথা কেউ জানায়নি, ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক মমতা! জানালেন পরিকল্পনা
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee on India: সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে মমতা মুখ খোলেন ইন্ডিয়ার বৈঠক নিয়েও।
কলকাতা: বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। দুই রাজ্যে ধুয়ে মুছে প্রায় সাফ কংগ্রেস। আর গতকাল, চার রাজ্যের ফল ঘোষণার দিনই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর নয়া দিল্লিতে বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি তৃণমূলকে। আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের সেই দাবির পর এবার একই সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।
সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে মমতা মুখ খোলেন ইন্ডিয়ার বৈঠক নিয়েও। এদিন তিনি বলেন, ”ইন্ডিয়া জোটের মিটিংয়ের জন্য কেউ জানায়নি। আমি জানিও না। আমার কাছে কোনও ইনফরমেশন নেই। আমি যদি জানতাম, তাহলে তো সেই বুঝে আমি সূচি করতাম।” প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের দিন উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন:
advertisement
VIDEO | “I do not have any information regarding that (INDIA alliance meeting on November 6). I already have programmes to attend in North Bengal during that period,” says West Bengal CM @MamataOfficial on INDIA alliance meeting. pic.twitter.com/pqSEgeDHxI
— Press Trust of India (@PTI_News) December 4, 2023
advertisement
মহুয়া মৈত্রকে কী ঘটল সংসদে! অভিষেকের মন্তব্যে বড় ইঙ্গিত! তোলপাড়
রবিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে।
আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে যা পেল সিবিআই, মাথায় হাত পড়তে পারে পার্থ চট্টোপাধ্যায়ের
advertisement
লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয়। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট। শরিকি কংগ্রেস, সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণও করেছে নিত্যদিন। জল্পনা শুরু হয় ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে। তার মাঝেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে আমন্ত্রণই পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2023 6:39 PM IST










