Mamata Banerjee: নবান্নের নজরে এখন 'শিবকাশি মডেল', তুমুল শোরগোল বাংলায়! কী এই মডেল, চমকে উঠবেন

Last Updated:

Mamata Banerjee | Fire Cracker Factory Blast | মঙ্গলবার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক কোর্স এই বিষয়ে একপ্রকার সহমত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

কলকাতা: বেআইনি বাজি কারখানাকে নিয়ন্ত্রণে আনতে নতুন কারখানার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় রাজ্য এবার শিবকাশি মডেলকে অনুসরণ করতে চায়। মঙ্গলবার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্সের বৈঠকে এ ব্যাপারে সহমত হয়েছে।
রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব গ্রিন বাজি ছাড়া অন্য কোনও বাজি প্রস্তুতির অনুমতি দেবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন কর্তাদের মতে, বাজি পরিবেশ বান্ধব গ্রিন বাজি কারখানাকে ঘিরে জল বা বায়ু দূষণের সম্ভবনা নেই। তাই এই কারখানার জন্য ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ হাজার্ডস সংক্রান্ত কোনও ছাড়পত্র নেওয়ার প্রশ্নই নেই। বরং তিনটি শংসাপত্র দেখিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সম্মতি নেওয়া যেতে পারে। এই তিন শংসাপত্র হল, নিরি’র সার্টিফিকেট, অগ্নিনির্বাপন দফতরের লাইসেন্স এবং জেলাশাসকের মাধ্যমে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনের লাইসেন্স থাকতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
বাজি কারখানার লাইসেন্সে দেওয়ার ক্ষেত্রে এই সরলীকরণের কথাই বলল শিবকাশি ঘুরে এসে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের অধিকর্তা এস স্বরূপের নেতৃত্বে এক প্রতিনিধি দলের রিপোর্ট। গত সপ্তাহেই এই রিপোর্ট পেশ করা হয়েছে। টাস্ক ফোর্সের বৈঠকে এই রিপোর্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বাজি কারখানার জন্য লাইসেন্স দেওয়ার চালু প্রক্রিয়া বা পদ্ধতিতে দীর্ঘ সূত্রিতা রয়েছে বলে মনে করে রাজ্য সরকার। যা বেআইনি বাজি কারখানাকে উৎসাহিত করছে। শিবকাশির মডেল অনুসরণ করতে হলে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়য় সরলীকরণ দরকার।
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
এছাড়াও বাজি কারখানার ক্লাস্টার নিয়েও আলোচনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ইতিমধ্যেই মহেশতলা বজবজ ও নুঙ্গিত ক্লাস্টার গঠনের জমি চিহ্নিত করেছে। রাজ্যের বাজি তৈরির একটা বড় কেন্দ্র এই জেলায়। হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে বাজি তৈরির কারখানা রয়েছে। অন্যান্য জেলায় অবশ্য বাজি তৈরির চেয়ে বাজি মজুদ করে বিক্রির ব্যস্থা রয়েছে। তবে এখনও পর্যন্ত সব জেলা এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পেশ করেনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাজি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নবান্নের নজরে এখন 'শিবকাশি মডেল', তুমুল শোরগোল বাংলায়! কী এই মডেল, চমকে উঠবেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement