'পুজোর পরেই আসছে এনআরসি নোটিস, বিএলও-দেরও হুমকি দেওয়া হচ্ছে...', SIR ইস্যুতে হুঁশিয়ারি মমতার

Last Updated:

Mamata Banerjee: পুজোর পরেই কেন বেছে নেওয়া হল এসআইআর-এর সময়? একদিকে মানুষের দুর্ভোগ, আর এই সময়ই এসআইআর-এর নাম করে কেন পুজোর সময় বেছে নেওয়া হয়েছে? গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: পুজোর পরেই কেন বেছে নেওয়া হল এসআইআর-এর সময়? একদিকে মানুষের দুর্ভোগ, আর এই সময়ই এসআইআর-এর নাম করে কেন পুজোর সময় বেছে নেওয়া হয়েছে? গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বলেন, “এই সময় ছট পুজো আছে,জগদ্ধাত্রী পুজো আছে। বুথ লেভেল অফিসারদের ডেকে থ্রেট করা হচ্ছে। বলা হচ্ছে ইচ্ছামত কাগজ তৈরি করতে হবে।”
মমতা আরও বলেন, “এসআইআর ফিল্ড সার্ভে নয়, ওটা মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে থ্রেট করা। এখান থেকে যিনি সিইও গিয়েছেন আশা করি তিনি বেশি এগিয়ে খেলবেন না। তাঁর বিরুদ্ধেও অনেক বেশি অভিযোগ রয়েছে। সেইসব বিষয় নিয়ে পড়ে বলব।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কথায়, “এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি ভোটার বাদ দিতে হবে। পার্টি অফিসে বসেই কি তিনি এই কাজ করবেন? জাতীয় নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ বলে মনে করি। দু মাসের মধ্যে সব কিছু ডিটেলস দেবে, অনেকের তো জলে সব নষ্ট হয়ে গিয়েছে। আমি মনে করি তাড়াহুড়ো করে কোনও নাম বাদ দেওয়া যেন না হয়, কোনও অধিকার হরণ করার চেষ্টা করা যেন না হয়।”
advertisement
“অসমে এনআরসি-র নাম করে আপনারা দেখেছেন কত হিন্দু, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছিল? স্বরাষ্ট্র মন্ত্রী একটা পার্টি মিটিংয়ে বলে গিয়েছেন বলে আমি শুনেছি যে অনেক নাম বাদ দেব। এটা এসআইআর নয়, এটা এনআরসি। আমরা তীব্র প্রতিবাদ করছি। একজন মীরজাফর আছে দিল্লিতে। এই মীরজাফররা চিরকাল বেঁচে থাকেন, এই মীরজাফররা যদি কিছু করতে থাকেন মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'পুজোর পরেই আসছে এনআরসি নোটিস, বিএলও-দেরও হুমকি দেওয়া হচ্ছে...', SIR ইস্যুতে হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement