Mamata Banerjee News: 'আপনাকে তো প্রধানমন্ত্রী করবে না!' বাংলার অশান্তিতে অমিত শাহের 'হাত' দেখছেন মমতা! শাহকে 'কন্ট্রোল' করতে মোদির কাছে আবেদন

Last Updated:

Mamata Banerjee News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অমিত শাহের কোম্পানির হাত আছে এতে। আমি ওঁর নাম আগে নিইনি। এত তাড়াতাড়ির কী আছে!''

শাহকে নিশানা মমতার
শাহকে নিশানা মমতার
কলকাতা: প্রথম থেকেই কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে করেছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতরে ও বাইরে এই ইস্যুতে লাগাতার আন্দোলন করেছেন তৃণমূল সংসদেরা। গোটা বাংলা জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। এর মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এই অবস্থায় বারবার শান্তি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ বিভিন্ন জায়গায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় আজ, বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের সভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের অশান্তির নেপথ্যে অমিত শাহের ভূমিকার কথা স্পষ্ট ভাষায় দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”অমিত শাহের কোম্পানির হাত আছে এতে। আমি ওঁর নাম আগে নিইনি। এত তাড়াতাড়ির কী আছে! আপনাকে তো প্রাইম মিনিস্টার করবে না। মোদিজি চলে গেলে কী হবে? সব থেকে বেশি ক্ষতি করছেন আপনি। মোদিজিকে বলব, ওঁকে কন্ট্রোল করুন। এটা একটা পূর্বপরিকল্পিত অশান্তির ঘটনা।”
advertisement
advertisement
সংসদে ওয়াকফ সংশোধনী বিলের পাশ নিয়েও রীতিমতো আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ”সংবিধান সংশোধন করতে হলে দুই তৃতীয়াংশের সমর্থন দরকার ছিল। সেটা আপনারা করেননি। আমার একটা অনুরোধ থাকল, আপনারা শান্তি বজায় রাখুন। বিজেপি প্ল্যান করে করছে এই সব। রামনবমীর দিন এই সব করার প্ল্যান ছিল। আপনারা সেটা করতে দেননি। আমাদের এখানে গদ্দাররাও আছেন।”
advertisement
মুখ্যমন্ত্রীর আবেদন, ”হিন্দু ভাইবোনদের বলব, এই সব ঘটনায় বিজেপি প্ররোচণা দিচ্ছে। ওদের সম্পত্তিতে হাত দিচ্ছে। আপনারও সম্পত্তিতে হাত দিলে আপনাদের গায়ে জ্বালা হত। তবুও আমরা প্রতিবাদ করেছি। সুপ্রিম কোর্টে মামলা করেছে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee News: 'আপনাকে তো প্রধানমন্ত্রী করবে না!' বাংলার অশান্তিতে অমিত শাহের 'হাত' দেখছেন মমতা! শাহকে 'কন্ট্রোল' করতে মোদির কাছে আবেদন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement