Mamata Banerjee: অশান্তিতে নিহতদের জন্য ১০ লাখ, বাড়ি নষ্ট হলে বাড়ি...ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার

Last Updated:

এদিন পুলিশের সেই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘আপনারা ফেক নিউস তৈরি করছেন…বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’

News18
News18
কলকাতা: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ৷ অশান্তির আঁচ ছড়িয়েছে ভাঙড়েও৷ এর মধ্যে বারবারই শান্তিরক্ষার বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেও শান্তি স্থাপনের উদ্দেশ্যে একাধিক বার্তা দিতে দেখা যায় মমতাকে৷ হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্যের কথাও নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা শান্তির বার্তা দিন। শান্তি না থাকলে আপনার পায়ে কুড়ুল মেরে বিজেপি-কে সুবিধা দেবে। ভাঙরে যেটা করেছে সেটা ঠিক করেনি। সরকারি সম্পত্তি নষ্ট করে দিয়েছে। ৪০ লাখ টাকা লাগে একটা গাড়ি কিনতে। যাঁরা অশান্তিতে মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা দেওয়া হবে৷’’
এছাড়া, হিংসার ঘটনায় যাঁদের বাড়ি পুড়েছে, তাঁদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কাছে খবর আসছে বিএসএফের চটি জামা পরে চলে এসেছে। যে কায়দায় নন্দীগ্রামে হয়েছিল। বিএসএফ-ও গুলি চালিয়েছে। কেন বিএসএফ গুলি চালিয়েছে এটারও তদন্ত হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়েছিল। যাঁরা মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা সাহায্য করা হবে। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভেঙেছে সেটা এস্টিমেট করা দেওয়া হবে।’’
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, আপাতত আরও বেশ কয়েক ঘণ্টা মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মালদহের দু’টি এবং বীরভূমের তিনটি ব্লকে ইন্টারনেট থাকবে না মঙ্গলবার পর্যন্ত। কারণ হিসাবে প্রশাসনের দাবি, উদ্ভূত গন্ডগোলের অন্যতম কারণ হল ‘গুজব’। সমাজমাধ্যম ব্যবহার করে যা দাবানলের মতো ছড়িয়ে অশান্তিতে উস্কানি দিচ্ছেন কিছু মানুষ। পুলিশের হুঁশিয়ারি, এঁদের কেউ পার পাবেন না। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমের কথায়, ‘‘পাতাল থেকেও খুঁজে বার করা হবে (অশান্তি পাকাচ্ছেন বা মদত দিচ্ছেন যাঁরা)।’’
advertisement
এদিন পুলিশের সেই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘আপনারা ফেক নিউস তৈরি করছেন…বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’’ এমনকি, অমিত শাহকেও এদিন আক্রমণ করতে দেখা তাঁকে, ‘‘আমি ওঁর (অমিত শাহ) নাম আগে নিইনি। এত তাড়াতাড়ি কেন আছে? আপনাকে তো প্রাইম মিনিস্টার করবে না। মোদি জি চলে গেলে কী হবে? সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনি। মোদি জি কে বলব ওনাকে কন্ট্রোল করুন। ’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: অশান্তিতে নিহতদের জন্য ১০ লাখ, বাড়ি নষ্ট হলে বাড়ি...ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement