Mamata Banerjee: 'ভোটে ভাল কাজ করেছেন', বিশিষ্টজনদের ধন্যবাদ মমতার! ডাক পেলেন না কারা? চমকে ওঠা তালিকা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: ৪৫ জন বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন জয় গোস্বামী, আবুল বাশার, কবীর সুমন, নচিকেতা-সহ একাধিক বিশিষ্টজন।
কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার বিশিষ্টজনেদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী। “কেন্দ্রীয় সরকার আমাদের নানান ভাবে পথ আটকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আপনারাও লড়াই চালিয়ে যান। আমাদের প্রতিবাদ চলবে।” বৈঠকে বিশিষ্টজনদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
“ভোটে আপনারা ভাল কাজ করেছেন। আগামী দিনেও আপনাদের সামনে সারিতে থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।” বৈঠকে বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: IIT-কে রীতিমতো টক্কর, এই কলেজে পড়ে মিলল ৮৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি! কীভাবে ভর্তি?
৪৫ জন বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন জয় গোস্বামী, আবুল বাশার, কবীর সুমন, নচিকেতা-সহ একাধিক বিশিষ্টজন। তবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না শুভাপ্রসন্ন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অর্পিতা ঘোষ, ব্রাত্য বসু, অপর্ণা সেনরা।
advertisement
advertisement
লোকসভা ভোটের ফলাফলের পর প্রথমবার বাংলার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে বরাবরই সরব মুখ্যমন্ত্রী। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে বিশিষ্টদের সঙ্গে দেখা করলেন তিনি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 6:47 PM IST