Mamata Banerjee Kalighat Home: জল থৈ থৈ চারপাশ, ভাসল মমতার ঘর! মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হুলস্থূল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Kalighat Home: পূর্ণিমার কোটালের জন্য জল ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। দেখুন
কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে জল। আদিগঙ্গার জল উপচে বিপত্তি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল জল। মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে জলের স্রোত। জোয়ারের জল ঢুকল মুখ্যমন্ত্রীর বাড়িতে। দেখুন সেই ভিডিও।
পূর্ণিমার কোটালের জন্য জল ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। পাশেই টালিনালা, ফলে এটা ঘটেছে আগেও। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বাড়িতে জল ঢুকেছে খবর জানার পর এ কথাই বলেন। বাড়িতে কথাও বলেন ফোন করে।
আরও পড়ুন: চিনি খাওয়া ছেড়ে দিলে কী হবে জানেন? শরীরের এই পরিবর্তনগুলো শুনলে চমকাবেন! জানুন ডাক্তারের কথা
এই মূহুর্তে ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলার বিভিন্ন জেলা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক নয়। ডিভিসির ছাড়া জলেই ভোগান্তি পোহাতে হয়। আর কোনও সম্পর্ক রাখার অর্থ হয় না। তাঁর দাবি, ‘তোমার রাজ্যকে (ঝাড়খন্ড) বাঁচিয়ে আমি আমার রাজ্যের জনগণের ক্ষতি করব এটা মেনে নিতে পারলাম না। আমি দুঃখিত। আজ থেকে আগামী তিন দিন ঝাড়খণ্ড সীমান্ত সিল করা হল। জাতীয় সড়কের ওপর দিয়েও জল বইছে। গাড়ি ডুবে বিপদ আসুক আমি চাই না।’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিভিসির জলধারণ ক্ষমতা বিভিন্ন জলাধারে ১০০% থেকে কমে ৩৬% হয়ে গিয়েছে। না হয় ড্রেজিং। না হয় পলি নিষ্কাশনের ব্যবস্থা। বছরের পর বছর এই অবস্থা হয়ে আছে। প্রধানমন্ত্রীকে একাধিক বার চিঠি লিখেছি। কিন্তু কোনও ব্যবস্থা কেন্দ্র নিচ্ছে না। রাজ্যের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। প্রয়োজন ৫০ লক্ষ পাকা বাড়ি। আবাসের টাকা দেওয়া হচ্ছে না। এগারো লক্ষ বাড়ি রাজ্য করে দেবে। কিন্তু আরও বাড়ি প্রয়োজন। কারণ বন্যায় ব্যাপক ক্ষতি। চিকিৎসকরা কাজে যোগ দিন। আমি আর বেশি কিছু বলব না।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 4:57 PM IST