Exclusive | 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং অনুপ্রেরণা', বিবাদের জল্পনায় ইতি টানলেন অভিষেক!

Last Updated:

Abhishek Banerjee on Mamata Banerjee: নিউজ ১৮-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ফলে কিছুদিন ধরে চলে আসা বিভিন্ন ধরনের বিতর্ক কিছুটা হলেও চাপা পড়ল।

File Photo
File Photo
Kamalika Sengupta
#কলকাতা: সব বিতর্কে ইতি ৷ তৃণমূল কংগ্রেসের (TMC) ডায়মন্ড হারবারের সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট ভাষায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা। সরাসরি এই কথা জানিয়ে তিনি নস্যাৎ করে দিলেন তাঁদের দু’জনের মধ্যে বিরোধের কথা। নিউজ 18-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ফলে কিছুদিন ধরে চলে আসা বিভিন্ন বিতর্ক কিছুটা হলেও চাপা পড়ল।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে তৃণমূলের দুই প্রধান মুখ অর্থাৎ মমতা এবং তাঁর ভাইপো অভিষেককে নিয়ে বেশ কিছু খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। অনেকেই মনে করেছিলেন যে তাঁদের মধ্যে কোনও সমস্যা চলছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ভাষায় অভিষেক নিউজ ১৮-কে জানিয়ে দিয়েছেন যে মমতাই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা।
advertisement
বাংলার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সামনে উঠে এসেছে। অনেকেই এই বিষয়ে নিজের নিজের মতামত প্রকাশ করেছেন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাঁদের নিয়ে সকলের মনে কৌতূহল ছিল অর্থাৎ মমতা এবং অভিষেক, তাঁরা এই বিষয়ে বেশি কিছু জানাননি। তৃণমূলের বিভিন্ন সারির নেতা এই নিয়ে মন্তব্য করলেও তাঁরা চুপ ছিলেন। এর মধ্যেই মমতা জরুরি মিটিং ডেকে অবলুপ্তি ঘটিয়েছেন সকল জাতীয় পদের। এই পদ নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছিল তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি মিটিং ডেকে সমস্ত জাতীয় পদের অবলুপ্তি ঘটানোর সঙ্গে সঙ্গে দলের জাতীয় জেনারেল সেক্রেটারি পদটিও তুলে দেন। তৃণমূলের জাতীয় জেনারেল সেক্রেটারি পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
মমতার এই জরুরি মিটিংয়ের পর এবং অভিষেকের জাতীয় জেনারেল সেক্রেটারি পদের অবলুপ্তির পরে সকলের নজর ছিল অভিষেকের ওপরে। কিন্তু অভিষেক সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন যে মমতাই হলেন তৃণমূলের আসল কাণ্ডারী এবং সকলের নেত্রী। নিউজ ১৮-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক যুদ্ধ করে আজকে তৃণমূল দলটিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তৃণমূলের আসল কাজ হল মানুষের জন্য লড়াই করা। যার পথ দেখিয়েছেন মমতা। আমরা সবাই সেই পথ অনুসরণ করে এগিয়ে চলেছি। আমাদের চেয়ারপার্সন মমতার দেখানো পথেই আমরা এগিয়ে যাব এবং মানুষের সেবা করে যাব। আমাদের দলের মূল স্তম্ভ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive | 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং অনুপ্রেরণা', বিবাদের জল্পনায় ইতি টানলেন অভিষেক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement