Bappi Lahiri dies at 69: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi condoles demise of Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মুম্বই: একের পর এক দুঃসংবাদ ৷ লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার প্রয়াত বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles demise of Bappi Lahiri) ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘‘ বাপ্পি লাহিড়ির সঙ্গীত অতুলনীয় ৷ সব প্রজন্মের মানুষই তাঁর গানের সঙ্গে একাত্ম হতে পারেন ৷ অত্যন্ত ভাল স্বভাবের মানুষটিকে আমরা সবাই মিস করব ৷ ওঁর মৃত্যু সংবাদে শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ ’’
advertisement
Shri Bappi Lahiri Ji’s music was all encompassing, beautifully expressing diverse emotions. People across generations could relate to his works. His lively nature will be missed by everyone. Saddened by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/fLjjrTZ8Jq
— Narendra Modi (@narendramodi) February 16, 2022
advertisement
advertisement
মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
President Ram Nath Kovind condoles the demise of singer-composer Bappi Lahiri pic.twitter.com/u9UXEGVqli
— ANI (@ANI) February 16, 2022
advertisement
১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম ৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি ৷ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 10:13 AM IST