Modi-Mamata Meet: বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী, আরামবাগে সভা! তার মধ্যেই মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ওয়াকিবহাল মহল জানাচ্ছে, কোনও রাজ্যে যদি প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন, তাহলে সরকারি প্রোটোকল অনুযায়ী সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একবার অন্তত সাক্ষাৎপর্ব সারেন। সূত্রের খবর, মোদি-মমতার এই সম্ভাব্য সাক্ষাৎও সেই ধরনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে৷
কলকাতা: আজ থেকে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঝাড়খণ্ডের ধানবাদে কর্মসূচি সেড়ে দুপুর ৩টে নাগাদ আরামবাগ হেলিপ্যাডে পৌঁছনোর কথা তাঁর৷ আজ দুপুর ৩টে নাগাদ হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ জনসভা শেষ করে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রওনা দেবেন কলকাতার উদ্দেশে৷ হেলিকপ্টারে করে পৌঁছবেন কলকাতার RCTC হেলিপ্যাডে৷ তারপরে, সেখান থেকে রাজভবন৷ ১ মার্চ রাজভবনের রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর৷
সব কিছু ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা বেজে ২০ মিনিট নাগাদ রাজভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পর থেকে আগামিকাল, অর্থ, শনিবার সকাল পর্যন্ত রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এ বিষয়ে কেন্দ্র রাজ্য কোন সরকারের তরফেই কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি এখনও৷
advertisement
আরও পড়ুন: ‘জাফরান প্যাঁড়া’ থেকে শুরু করে ‘আম পান্না’! অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে শাহরুখ-দীপিকাদের মিষ্টিমুখে কী কী থাকছে মেনুতে…দেখুন!
ওয়াকিবহাল মহল জানাচ্ছে, কোনও রাজ্যে যদি প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন, তাহলে সরকারি প্রোটোকল অনুযায়ী সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একবার অন্তত সাক্ষাৎপর্ব সারেন। সূত্রের খবর, মোদি-মমতার এই সম্ভাব্য সাক্ষাৎও সেই ধরনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে চুল পেকে যায় জানেন?… সতর্ক হোন! না হলে অকালেই মাথা ভরে যাবে ধূসর চুলে
তবে, এর মাঝেও শুরু হয়েছে জল্পনা৷ ১০০ দিনের কাজের প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজের বকেয়া পাওনা মেটানোর আর্জি নিয়ে সাংসদ-সহ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি৷
তারপরে আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে কেন্দ্র-রাজ্যের মধ্যে৷ কিন্তু, বকেয়া পাওনা মেলার বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত আসেনি৷ তাই, এদিনের সাক্ষাৎপর্বে ফের সেই বকেয়া পাওনার প্রসঙ্গে ওঠে কি না, সেটাই দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
March 01, 2024 2:15 PM IST