Vitamin Deficiency: কোন ভিটামিনের অভাবে চুল পেকে যায় জানেন?... সতর্ক হোন! না হলে অকালেই মাথা ভরে যাবে ধূসর চুলে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বয়স পঞ্চাশের উপরে হলে চুল পাকতে শুরু করা খুব স্বাভাবিক। কিন্তু এই পরিবর্তন যদি আগেই ঘটতে শুরু করে...তাহলে। জানেন কি, আসলে শরীরে নির্দিষ্ট ভিটামিনের অভাবেও অকালে চুল পাকতে শুরু করে৷
বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরেও নানা ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির মধ্যে চুল পড়া এবং চুল ধূসর হয়ে যাওয়া বা চলতি ভাষায় চুল পেকে যাওয়াও অন্যতম৷ বয়স পঞ্চাশের উপরে হলে চুল পাকতে শুরু করা খুব স্বাভাবিক। কিন্তু এই পরিবর্তন যদি আগেই ঘটতে শুরু করে...তাহলে। জানেন কি, আসলে শরীরে নির্দিষ্ট ভিটামিনের অভাবেও অকালে চুল পাকতে শুরু করে৷
advertisement
advertisement
advertisement
advertisement
ভিটামিন বি-ও দায়ী: শুধু ভিটামিন সি-এর ঘাটতি নয়, ভিটামিন বি-এর অভাবেও চুল পড়ে এবং চুলের রং সাদা হয়ে যায়। দীর্ঘদিন এসব ভিটামিনের ঘাটতি থাকলে টাক পড়ার আশঙ্কা থাকে। দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। তাই খাবারে দুধ, দই ও পনিরের পরিমাণ বাড়ান উচিত। ভিটামিন B6 এবং ভিটামিন B12 চুলের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
প্রোটিনের ঘাটতি: প্রোটিনের ঘাটতি চুলের বৃদ্ধিকেও প্রভাবিত করে। আপনি যদি আপনার চুল লম্বা এবং ঘন করতে চান, তাহলে আপনাকে আপনার চুলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করতে হবে। কেরাটিন হল এক ধরনের প্রোটিন যা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চুলের কোষে থাকে। এর ঘাটতি হলে চুল দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যেতে থাকে।