Mamata Banerjee on SIR: মঙ্গলবার থেকে এসআইআর, মন্ত্রীদের জেলায় থাকার নির্দেশ মমতার!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আজ বিকেল সাড়ে চারটের সময় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে৷ তার আগেই মন্ত্রিদের জরুরি নির্দেশ মমতার৷
আগামিকাল, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি এসআইআর-এর কাজ শুরু করবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা৷ ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরুর ঠিক আগে রাজ্যের মন্ত্রীদের জন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সূত্রের খবর, যতদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলবে, ততদিন রাজ্যের একাধিক মন্ত্রীকে নিজেদের জেলা এবং বিধানসভা এলাকাতেই থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, আজ বিকেলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে৷ তার আগেই মন্ত্রীদের কাছে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর৷
আজ বিকেল সাড়ে চারটের সময় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে৷ সূত্রের খবর, বেশ কয়েকজন মন্ত্রীকে আজ মন্ত্রিসভার বৈঠকে না এসে নিজেদের এলাকায় থেকে এসআইআর প্রক্রিয়ার উপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা থেকে দূরে থাকেন যে মন্ত্রীরা, মূলত তাঁদের কাছেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পৌঁছেছে৷
advertisement
advertisement
আগামিকাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করবেন৷ সেই ফর্ম বিএলও-দের বণ্টনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ এসআইআর-এর বিরোধিতায় আগামিকাল দুপুরেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত সেই মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 2:53 PM IST

