রাজ্যের নতুন মুখ্যসচিব কে? মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এর আগে পরিবহণ, প্রাণীসম্পদ বিকাশ সহ একাধিক দফতরের প্রধান সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন বি পি গোপালিকা৷
কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন বি পি গোপালিকা৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে রয়েছেন বি পি গোপালিকা৷ অন্যদিকে চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার পরেও ছ মাসের জন্য মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷ আগামী ৩১ ডিসেম্বর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বি পি গোপালিকা৷
২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর মুখ্যসচিবের দায়িত্বে নেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷ তিনিও সেই সময় রাজ্যে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন৷ সেই ধারা বজায় রেখেই স্বরাষ্ট্রসচিব থেকে মুখ্যসচিবের দায়িত্বেআসছেন বি পি গোপালিকা৷
advertisement
advertisement
এর আগে পরিবহণ, প্রাণীসম্পদ বিকাশ সহ একাধিক দফতরের প্রধান সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন বি পি গোপালিকা৷ রাজ্য প্রশাসনে এই মুহূর্তে অন্যতম অভিজ্ঞ ১৯৮৯ ব্যাচের এই আইএএস অফিসার৷
তবে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব কে হবেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে কিছু জানাননি বলেই খবর৷ তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, দু থেকে তিন জন আইএএস অফিসারের নাম স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে আছেন৷ খুব শিগগিরই নতুন স্বরাষ্ট্রসচিবের নাম চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 4:32 PM IST