Mamata Banerjee: ‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল করব’, টাকার দিকে না তাকিয়ে ডেঙ্গি পরিষেবা দেওয়ার নির্দেশ মমতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সরকারের তরফে এখনও মৃতের সংখ্যার বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯৭ জন। সরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হিসাবে চিহ্নিত হয়েছেন ২৪০০ জন। বাকিরা ভর্তি হয়েছেন বেসরকারি হাসপাতালে।
কলকাতা: বিধানসভা অধিবেশনে সোমবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, এবারের বর্ষাতেও ‘ট্রেন্ড’ ডেঙ্গি৷ শুধু পরিস্থিতি নিয়ে আলোচনাই নয়, স্বাস্থ্যসাথী নিয়েও এদিন কড়া বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে৷
এদিন বিধানসভায় বক্ৃতা করা কালীন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডেঙ্গি আবার ট্রেন্ড। গতবার কম হয়েছিল। কোনও বছর কম বা বেশি হয়। আমরা জোর দিয়েছি। কিন্তু পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। তারা কাজ করতে পারছে না। ফলে সমস্যা হচ্ছে। নিজের নিজের এলাকায় নজর রাখুন।’’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪ হাজার ৪০১ জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ সবচেয়ে বেশি আক্রান্ত নদিয়ার মানুষ৷ তারপর উত্তর ২৪ পরগণা এবং হুগলি।
advertisement
advertisement
আরও পড়ুন: আর জ্বর আসেনি! ডাকলে তাকাচ্ছেন, আশার কথা শোনালেন বুদ্ধদেবের চিকিৎসক, তবে ভেন্টিলেশন নিয়ে সিদ্ধান্ত নয় এখনই
সরকারের তরফে এখনও মৃতের সংখ্যার বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯৭ জন। সরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হিসাবে চিহ্নিত হয়েছেন ২৪০০ জন। বাকিরা ভর্তি হয়েছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া, সরকারের তরফে ক্রমাগত পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র গত সপ্তাহেই ২৩ হাজার ৮৩২টি টেস্ট হয়েছে বলে জানিয়েছেন মমতা৷
advertisement
আরও পড়ুন: পিস রুমের পরে ‘আমনে-সামনে’! রাজভবনে চালু নতুন প্রকল্প, এবার কী পরিকল্পনা রাজ্যপালের!
মশাবাহিত রোগ রোধে এদিন সল্টলেক নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন মমতা৷ বলেন, ‘‘মেট্রোর কাজের জন্য সল্টলেকে বেশি হচ্ছে। জল যেন জমে না থাকে। এটা নজর রাখুন। গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। পুরসভা ও কর্পোরেশনকে বলব দেখতে। ভাষা খবর আটজন মারা গেছে। এটা যদিও কনফার্ম নয়। টাকার দিকে না তাকিয়ে রোগী আসলে ব্যবস্থা নিন। কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব।’’
advertisement
মমতা জানান, ডেঙ্গি রোধে উত্তরবঙ্গেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। সরকারের তরফে বিতরণ করা হয়েছে এক লাখ মশারি। পাশাপাশিস ডেঙ্গি পরিষেবা দেওয়া নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও সতর্ক করেছেন মমতা৷ তাঁর স্পষ্ট বার্তা, ‘‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল করব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 31, 2023 1:00 PM IST