কলকাতা: বিধানসভায় এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দেওয়া চাল নিয়েও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, 'কেন্দ্রের চাল অধিকাংশ সময় খারাপ থাকে।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সরকার ভুয়ো রেশন কার্ড বাদ দিয়েছে। বাম আমলের ১ কোটি ৮৬ লাখ রেশন কার্ড বাদ দিয়েছি। আমরা স্পেশাল প্যাকেজে সিঙ্গুর, চা-বাগান, সহ বেশ কয়েকটি জায়গায় বিনামূল্যে রেশন দিই। ট্রান্সজেন্ডারদের জন্য আমরা বিনামূল্য রেশন দিই। এমনকি তাঁদের চাকরি দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এফসিআই যে চাল দেয়, তা যথাযথ নয়। অধিকাংশ সময় চাল খারাপ। কখনও ভাঙা, কখনও গুড়ো।"
আরও পড়ুন, কুন্তলের টাকাতেই কিনেছেন গাড়ি! ED-র দফতর থেকে বেরিয়ে জানালেন বনি সেনগুপ্ত
আরও পড়ুন, স্কুলে সন্তান পাঠিয়েও শান্তি নেই! মহিলা কর্মচারীর কুপ্রস্তাবের মেসেজ, পরে যা হল
তিনি আরও বলেন, "আমরা সিদ্ধান্ত নিই আমাদের তরফে চাল দেওয়া হবে।
আলু চাষীদের চিন্তার কারণ নেই৷ কারণ আমরা আলু কিনে নিই। কৃষকদের থেকে আমরা ধান কিনছি। চাষীদের জন্য যে শস্য বিমা সেটাও রাজ্য সরকার করে দিয়েছে।"মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এখন প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় আসছে। যে কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের কৃষকদের ক্ষতি হচ্ছে। আমরা তার জন্যেই বিমা করিয়ে দিয়েছি। আমাদের রাজ্যকে পোস্ত চাষের সুযোগ দেওয়া হয় না। আমরা কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছি এটা। আমাদের বিধায়করা পোস্ত খান, উত্তরবঙ্গের বিধায়করা কি সেটা খান না?পোস্তর অনেক রকম মেনু হয়৷ আলু পোস্ত, ঝিঙে পোস্ত, ডাঁটা পোস্ত। আপনারা কি খান না।"
তিনি বলেন, "রাজ্যের পেঁয়াজের চাহিদার ৪০ % এর বেশি৷ এর বেশিরভাগ আমরা নিজেরাই তৈরি করছি। আমাদের মৎস্যজীবীরা ইলিশ উৎপাদন করছেন। পরীক্ষার তিনদিন আগে মাইক বন্ধ।"
আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee