NRC Assam : বিজেপি-আরএসএসকে ট্যুইটারে তোপ মুখ্যমন্ত্রীর

Last Updated:

তিনি প্রশ্ন তুলেছেন অসমে কেন দু'শো কোম্পানি কেন্দ্রীয় সেনা বাহিনী ?

#কলকাতা: বেশ কয়েকদিন ধরেই এনআরসি ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ এনআরসিতে প্রায় অসমের ৪০ লক্ষ মানুষ বাদ পড়েছেন ৷ এই প্রতিবাদ করতে গত পরশুদিন তৃণমূলের প্রতিনিধি দল অসমের উদ্দেশে রওনা দিয়েছিলেন তবে শিলচর বিমানবন্দরে তাঁদের আটক করেছে পুলিশ পরের দিন ফিরে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ তারপর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কালাদিবস পালন করেছে ৷
advertisement
সেই এনআরসি ইস্যুতেই আবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তিনি ট্যুইটারে সরব হয়েছেন, দাবি করেছেন বিজেপি ও আরএসএস মিথ্যচার করছে জনগণের সঙ্গে ৷ মিথ্যাচার করছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ৷ এন আরসিতে ভারতীয়দের নাম কখনও বাদ দিতে বলেনি সুপ্রিমকোর্ট ৷ তিনি আরও বলেছেন এনআরসিতে অনেক বীর সৈনিকের নাম নেই, নেই প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নাম ৷ এনআরসিতে নাম নেই সমাজের বহু বিশিষ্টদের নাম ৷ বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষেরা ৷ বঞ্চিত হয়েছেন বহু গরিব মানুষ  ৷
advertisement
advertisement
সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন অসমে কেন দু'শো কোম্পানি কেন্দ্রীয় সেনা বাহিনী ? বিভিন্ন ভাবে বিজেপি দেশের মূল্যবোধকে ধ্বংস করেছে ৷ তিনি আরও অভিযোগ করেছেন বিজেপি-আরএসএসের প্রতিটি পদক্ষেপ ধ্বংসাত্মক ৷ রাজনৈতিক উদ্দেশে কাজ করছে বিজেপি-আরএসএস ৷ এই ভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRC Assam : বিজেপি-আরএসএসকে ট্যুইটারে তোপ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement