#কলকাতা: বেশ কয়েকদিন ধরেই এনআরসি ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ এনআরসিতে প্রায় অসমের ৪০ লক্ষ মানুষ বাদ পড়েছেন ৷ এই প্রতিবাদ করতে গত পরশুদিন তৃণমূলের প্রতিনিধি দল অসমের উদ্দেশে রওনা দিয়েছিলেন তবে শিলচর বিমানবন্দরে তাঁদের আটক করেছে পুলিশ পরের দিন ফিরে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ তারপর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কালাদিবস পালন করেছে ৷
On this day in 2011, the people of #Bengal reposed their faith on @AITCofficial and put an end to 34 years of CPI(M) rule. I bow to Maa, Mati, Manush on this occasion. #SevenYearsOfPoriborton
— Mamata Banerjee (@MamataOfficial) May 13, 2018
সেই এনআরসি ইস্যুতেই আবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তিনি ট্যুইটারে সরব হয়েছেন, দাবি করেছেন বিজেপি ও আরএসএস মিথ্যচার করছে জনগণের সঙ্গে ৷ মিথ্যাচার করছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ৷ এন আরসিতে ভারতীয়দের নাম কখনও বাদ দিতে বলেনি সুপ্রিমকোর্ট ৷ তিনি আরও বলেছেন এনআরসিতে অনেক বীর সৈনিকের নাম নেই, নেই প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নাম ৷ এনআরসিতে নাম নেই সমাজের বহু বিশিষ্টদের নাম ৷ বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষেরা ৷ বঞ্চিত হয়েছেন বহু গরিব মানুষ ৷
Brave soldiers,ex-Rashtrapati-Ji’s families,elected representatives,prominent members of civil society,the poor and deprived find their names missing.There are many instances too of splitting families being put in panic because of serious anomalies. 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2018
সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন অসমে কেন দু'শো কোম্পানি কেন্দ্রীয় সেনা বাহিনী ? বিভিন্ন ভাবে বিজেপি দেশের মূল্যবোধকে ধ্বংস করেছে ৷ তিনি আরও অভিযোগ করেছেন বিজেপি-আরএসএসের প্রতিটি পদক্ষেপ ধ্বংসাত্মক ৷ রাজনৈতিক উদ্দেশে কাজ করছে বিজেপি-আরএসএস ৷ এই ভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Attacking, BJP, Mamata Banerjee, NRC Assam, RSS, Twitter