Mamata Banerjee on Baguiati twin murder case: 'কেউ কেউ বাড়িতে বসে থাকছে!' পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ মমতা

Last Updated:

বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি-কে৷

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: বাগুইহাটির ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশকে ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে রাজ্য প্রশাসনের পর্যালোচনা বৈঠকেই পুলিশের ভূমিকায় নিজের মনোভাব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি-কে৷ একই সঙ্গে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা বাগুইআটি থানার এক এএসআই পদমর্যাদার অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে৷  তবে শুধু বাগুইআটি থানার আইসি নন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের অনেকেও যে নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷
advertisement
advertisement
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ বাড়িতে বসে থাকছে। ভাবছে সেখান থেকেই অফিস চলবে। কোনও কোনও পুলিশ কিছু কাজ করছে আর তার জন্য পার্টির বদনাম হচ্ছে। মধ্যরাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।" প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এর পাশাপাশি এই বৈঠক থেকেই উত্তর ২৪ পরগণার জেলাশাসককে সব পুলিশ জেলার এসপি, কমিশনারদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত বৈঠকে বসে কোন কমিশনাকেট, পুলিশ জেলা কেমন কাজ করছে, কোথায় কী সমস্যা রয়েছে তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Baguiati twin murder case: 'কেউ কেউ বাড়িতে বসে থাকছে!' পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement