Mamata Banerjee: '' আমি এখানে বসেই ওটা চালিয়ে দিতে পারি...'' ইন্ডিয়া জোট প্রসঙ্গে যা বললেন মমতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিশ্ব মজুমদার, নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
কলকাতা: বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কি আর টিকবে? শরিকদের মধ্যে ফাটল স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, এই ফাটল বাড়তে বাড়তে কি অবশ্যম্ভামী ভাঙন? ইতিমধ্যেই এই প্রশ্নগুলো উঠতে শুরু করছে।
শুক্রবার বিশ্ব মজুমদার, নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে একান্ত সাক্ষাৎকারে ‘ইন্ডিয়া জোট’ প্রসঙ্গে সোজাসাপটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ” আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়ে এসেছিলাম। কিন্তু ওরা রাখতে পারছে না! আমি কী করব? আমি তো সেই ফ্রন্টের নেতৃত্বে নেই। আমাকে দেখতেই পারে না, আমি নেতৃত্ব কী দেব! যাঁরা লিডার, তাঁদের এটা দেখা উচিত কীভাবে সকলকে একসঙ্গে নিয়ে চলা যায়। তারা করুক, এটা আমার আবেদন থাকল। আমার সঙ্গে সব আঞ্চলিক ও জাতীয় দলের ভালো সম্পর্ক। তবে, আমি বাংলাকেই ভালবাসি৷ আমার কাছে অন্য কোথাও যাওয়ার কোনও হাতছানি নেই। কিন্তু এটুকু বলতে পারি, আমি এখানে বসেই এটা চালিয়ে দিতে পারি৷”
advertisement
নিউজ18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরজি কর কাণ্ড নিয়ে অকপট মুখ্যমন্ত্রী, তিনি বলেন, ” যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু প্রমাণিত হয়েছে এর মধ্যে রাজনীতি ছিল৷ সবাইকে বলছি না৷ কিন্তু প্রমাণিত হয়েছে এর পিছনে ষড়যন্ত্র ছিল৷ রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে৷ প্রথম প্রথম আমরা অনেকেই কিছু বুঝতে পারি না৷ ঠিক যেমন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না৷ এটা বিচারাধীন বিষয়, তাই বেশি কিছু বলব না৷ আমি নির্যাতিতার বাবা-মাকে বলেছিলাম, এক মাস সময় দিন৷ কিন্তু তাঁদের নানা রকম বোঝানো হয়েছিল৷ ”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 8:10 PM IST