মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোষণা রাজ্যপালের, বড় সিদ্ধান্ত সিভি আনন্দ বোসের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bengal governor to ‘socially boycott’ CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে জরুরী ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকারও নির্দেশ দিয়েছেন তিনি ৷ আর্থিক অসঙ্গতি নিয়েও হোয়াইট পেপার প্রকাশের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷
কলকাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীকে এবার সোশ্যাল বয়কট করার সিদ্ধান্ত রাজ্যপালের ৷ যেকোনও অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে রাজ্যপাল থাকবেন না ৷ এমনটাই কার্যকর করলেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীকে জরুরী ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকারও নির্দেশ দিয়েছেন তিনি ৷ আর্থিক অসঙ্গতি নিয়েও হোয়াইট পেপার প্রকাশের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷
For information of the staff of Raj Bhavan: pic.twitter.com/Yp4JJJ4uCO
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) September 12, 2024
advertisement
advertisement
এদিন নাম না করে মুখ্যমন্ত্রীকে ‘লেডি ম্যাকবেথ’ বলে কটাক্ষ করছেন বোস। তিনি বলেন, “রাজ্যপাল হিসাবে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, আমি মুখ্যমন্ত্রীকে সামাজিক ভাবে বয়কট করব। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সরকারি মঞ্চে থাকব না। কোনও সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে, সেখানে আমি থাকব না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2024 10:05 AM IST








