Most Expensive Cities in the World: ২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর কোনগুলি? আর ওই তালিকায় ভারতের কোন শহর কত-তম স্থানে রয়েছে?

Last Updated:
Top 10 most expensive global cities for expats in 2024: Mercer-এ প্রকাশ্যে আসা সাম্প্রতিক এক রিপোর্ট ‘Cost of Living City Ranking 2024’-এ ২২৬টি শহরের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আসলে চলতি বছরে সেই শহরগুলিতে ঘরবাড়ি, যাতায়াত, খাবার, জামাকাপড়, গৃহস্থালির সামগ্রী, বিনোদন বাবদ কত খরচ হতে পারে, সেটাই দেখা হয়েছে।
1/15
চাকরি, উচ্চশিক্ষা-সহ বিভিন্ন কারণে দেশের মানুষ পাড়ি দেন বিদেশে। তবে নিজের জায়গা ছেড়ে সম্পূর্ণ অন্য একটা দেশে গিয়ে বসবাস করা কিন্তু সহজ নয়। কিন্তু প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে দামি দেশগুলি কী কী, সেই তালিকায় দেখে নেওয়া যাক। Representative Image
চাকরি, উচ্চশিক্ষা-সহ বিভিন্ন কারণে দেশের মানুষ পাড়ি দেন বিদেশে। তবে নিজের জায়গা ছেড়ে সম্পূর্ণ অন্য একটা দেশে গিয়ে বসবাস করা কিন্তু সহজ নয়। কিন্তু প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে দামি দেশগুলি কী কী, সেই তালিকায় দেখে নেওয়া যাক। Representative Image
advertisement
2/15
Mercer-এ প্রকাশ্যে আসা সাম্প্রতিক এক রিপোর্ট ‘Cost of Living City Ranking 2024’-এ ২২৬টি শহরের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আসলে চলতি বছরে সেই শহরগুলিতে ঘরবাড়ি, যাতায়াত, খাবার, জামাকাপড়, গৃহস্থালির সামগ্রী, বিনোদন বাবদ কত খরচ হতে পারে, সেটাই দেখা হয়েছে।Representative Image
Mercer-এ প্রকাশ্যে আসা সাম্প্রতিক এক রিপোর্ট ‘Cost of Living City Ranking 2024’-এ ২২৬টি শহরের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আসলে চলতি বছরে সেই শহরগুলিতে ঘরবাড়ি, যাতায়াত, খাবার, জামাকাপড়, গৃহস্থালির সামগ্রী, বিনোদন বাবদ কত খরচ হতে পারে, সেটাই দেখা হয়েছে।Representative Image
advertisement
3/15
নিঃসন্দেহেই বলা যেতে পারে যে, প্রবাসীদের জন্য সারা বিশ্বের মধ্যে সবথেকে দামি শহরের তকমা পেয়েছে হংকং। আর টানা পঞ্চম বারের জন্য এই জায়গা ধরে রাখতে পেরেছে এই শহরটি। এর খুব কাছেই দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আরও এক অর্থনৈতিক কেন্দ্র। আর সেই শহরটি হল সিঙ্গাপুর। আবার ইউরোপের লন্ডন ও সুইৎজারল্যান্ডের জুরিখের মতো শহর কিংবা নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলসের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের শহর এই নিরিখে শীর্ষ দশের তালিকায় রয়েছে।
নিঃসন্দেহেই বলা যেতে পারে যে, প্রবাসীদের জন্য সারা বিশ্বের মধ্যে সবথেকে দামি শহরের তকমা পেয়েছে হংকং। আর টানা পঞ্চম বারের জন্য এই জায়গা ধরে রাখতে পেরেছে এই শহরটি। এর খুব কাছেই দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আরও এক অর্থনৈতিক কেন্দ্র। আর সেই শহরটি হল সিঙ্গাপুর। আবার ইউরোপের লন্ডন ও সুইৎজারল্যান্ডের জুরিখের মতো শহর কিংবা নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলসের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের শহর এই নিরিখে শীর্ষ দশের তালিকায় রয়েছে।
advertisement
4/15
কিন্তু ভারতের প্রধান শহরগুলি কোন স্থানে রয়েছে। ভারতের সবথেকে দামি শহরগুলির মধ্যে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় তাৎপর্যপূর্ণ ভাবে ১১ ধাপ এগিয়ে ১৩৬-তম স্থান হাসিল করেছে। আর নয়াদিল্লি রয়েছে ১৬৫-তম স্থানে এবং বেঙ্গালুরু রয়েছে ১৯৫-তম স্থানে। আবার গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে দুবাইয়েরও অনেক উন্নতি ঘটেছে। এই বছরের তালিকায় ১৫-তম স্থান লাভ করে পশ্চিম এশিয়ার সবথেকে দামি শহর হয়ে উঠেছে দুবাই। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরিখে অস্ট্রেলিয়ার সিডনি শীর্ষ স্থানে উঠে এসেছে। সারা বিশ্বের নিরিখে এই শহরের র‍্যাঙ্কিং ৫৮-তম।
কিন্তু ভারতের প্রধান শহরগুলি কোন স্থানে রয়েছে। ভারতের সবথেকে দামি শহরগুলির মধ্যে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় তাৎপর্যপূর্ণ ভাবে ১১ ধাপ এগিয়ে ১৩৬-তম স্থান হাসিল করেছে। আর নয়াদিল্লি রয়েছে ১৬৫-তম স্থানে এবং বেঙ্গালুরু রয়েছে ১৯৫-তম স্থানে। আবার গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে দুবাইয়েরও অনেক উন্নতি ঘটেছে। এই বছরের তালিকায় ১৫-তম স্থান লাভ করে পশ্চিম এশিয়ার সবথেকে দামি শহর হয়ে উঠেছে দুবাই। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরিখে অস্ট্রেলিয়ার সিডনি শীর্ষ স্থানে উঠে এসেছে। সারা বিশ্বের নিরিখে এই শহরের র‍্যাঙ্কিং ৫৮-তম।
advertisement
5/15
Mercer-এর গ্লোবাল মোবিলিটি লিডার ইভন ট্রাবার জানিয়েছেন যে, “জীবনযাত্রার উপর ব্যয়ের চ্যালেঞ্জগুলি বহুজাতিক সংস্থা এবং এর কর্মীদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।” অন্যদিকে আবার প্রবাসীদের জন্য সবথেকে সাশ্রয়ী শহরগুলি হল ইসলামাবাদ (২২৪-তম স্থান), লাগোস (২২৫-তম স্থান) এবং আবুজা (২২৬-তম স্থান)। তাই দেখে নেওয়া যাক, ২০২৪ সালের নিরিখে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল ১০টি শহরের তালিকা।
Mercer-এর গ্লোবাল মোবিলিটি লিডার ইভন ট্রাবার জানিয়েছেন যে, “জীবনযাত্রার উপর ব্যয়ের চ্যালেঞ্জগুলি বহুজাতিক সংস্থা এবং এর কর্মীদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।” অন্যদিকে আবার প্রবাসীদের জন্য সবথেকে সাশ্রয়ী শহরগুলি হল ইসলামাবাদ (২২৪-তম স্থান), লাগোস (২২৫-তম স্থান) এবং আবুজা (২২৬-তম স্থান)। তাই দেখে নেওয়া যাক, ২০২৪ সালের নিরিখে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল ১০টি শহরের তালিকা।
advertisement
6/15
২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল ১০টি শহর: প্রথম স্থান: হংকং (দেশ: হংকং এসএআর)
২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল ১০টি শহর: প্রথম স্থান: হংকং (দেশ: হংকং এসএআর)
advertisement
7/15
দ্বিতীয় স্থান: সিঙ্গাপুর (দেশ: সিঙ্গাপুর)
দ্বিতীয় স্থান: সিঙ্গাপুর (দেশ: সিঙ্গাপুর)
advertisement
8/15
তৃতীয় স্থান: জুরিখ (দেশ: সুইৎজারল্যান্ড)
তৃতীয় স্থান: জুরিখ (দেশ: সুইৎজারল্যান্ড)
advertisement
9/15
চতুর্থ স্থান: জেনিভা (দেশ: সুইৎজারল্যান্ড)
চতুর্থ স্থান: জেনিভা (দেশ: সুইৎজারল্যান্ড)
advertisement
10/15
পঞ্চম স্থান: ব্যাসেল (দেশ: সুইৎজারল্যান্ড) (Photo Courtesy: Switzerland Tourism)
পঞ্চম স্থান: ব্যাসেল (দেশ: সুইৎজারল্যান্ড) (Photo Courtesy: Switzerland Tourism)
advertisement
11/15
ষষ্ঠ স্থান: বার্ন (দেশ: স্যুইৎজারল্যান্ড)
ষষ্ঠ স্থান: বার্ন (দেশ: স্যুইৎজারল্যান্ড)
advertisement
12/15
সপ্তম স্থান: নিউ ইয়র্ক (দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র)
সপ্তম স্থান: নিউ ইয়র্ক (দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র)
advertisement
13/15
অষ্টম স্থান: লন্ডন (দেশ: ইউনাইটেড কিংডম)
অষ্টম স্থান: লন্ডন (দেশ: ইউনাইটেড কিংডম)
advertisement
14/15
নবম স্থান: নাসাউ (দেশ: বাহামাজ)
নবম স্থান: নাসাউ (দেশ: বাহামাজ)
advertisement
15/15
দশম স্থান: লস অ্যাঞ্জেলস (দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র)
দশম স্থান: লস অ্যাঞ্জেলস (দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র)
advertisement
advertisement
advertisement