‘আরও এক বাঙালি আমাদের গর্বিত করলেন’, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Last Updated:
দারিদ্র দূরীকরণে গবেষনার স্বীকৃতি পেলেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে পিএইচডি করেছেন।
#কলকাতা: ফের অর্থনীতিতে নোবেল বাঙালির। অমর্ত্য সেনের পর অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই ২০১৯ সালে অর্থনীতি নোবেল পাচ্ছেন এসথার ডুফলো ও মাইকেল কার্মারও। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সির প্রাক্তনী বর্তমানে মার্কিন নাগরিক।
দারিদ্র দূরীকরণে গবেষনার স্বীকৃতি পেলেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে পিএইচডি করেছেন। দারিদ্র নিয়ে পুওর ইকনোমিক্স বই লেখেন তিনি ও তাঁর স্ত্রী এস্থার ডুফলো।
নোবেলজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘আরও এক বাঙালি আমাদের গর্বিত করলেন ৷ বাঙালির কৃত্বিত্বে আমরা উচ্ছ্বসিত ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2019 4:17 PM IST