Mamata Banerjee: ভোট হিংসা নিয়ে কথা বলতে গিয়ে সেই বাম-প্রসঙ্গ! মমতা বললেন, ‘যা করে গিয়েছে, একদিনে পারব না’

Last Updated:

মুখ্যমন্ত্রী বিবৃতিতে জানান, পশ্চিমবঙ্গের ৭টি জায়গায় গন্ডগোল হয়েছে। কিন্তু, বিরোধীদের দাবি, ২২ জেলাতেই ছিল সমস্যা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা মানবিক, আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। একটা মৃত্যুও খারাপ। আমি অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে। কিন্তু আমি তো আর একা সিদ্ধান্ত নিতে পারি না।’’

কলকাতা: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়েও সেই বাম জমানার প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘কিছু ঘটনা ঘটেছে। যা না ঘটলে ভাল হতো। কিন্তু বামেরা যা করে গিয়েছে। তাতে একদিনে আমি পারব না বদল করতে। আর এই জন্যেই নবজোয়ার করা হয়েছিল।’’
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে রাজ্য বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধীরা৷ সেই প্রস্তাব গৃহীতও হয়৷ কিন্তু, দুপুর ৩টে ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুরু কিছুক্ষণের মধ্যেই কালো পতাকা দেখিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি বিধায়কেরা৷ তবে তারপরেও অবশ্য নিজের বক্তৃতা চালিয়ে যান মুখ্যমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: অ্যাকাউন্টে কোটি কোটি! নিয়োগের নয়া দুর্নীতিতে ‘মানিকের মানি ট্রেলে’র খোঁজে এবার ইডি
বিরোধীদের পাশাপাশি, দলের একাংশ নিয়েও এদিন কথা বলেন মমতা৷ বলেন, ‘‘দিনহাটা, উত্তর দিনাজপুর ,কালিয়াচক, মাণিকচক, রেজিনগর আছে, এখানে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করিনা। ডোমকল, ভাঙড়ে হয়েছে।’’
advertisement
মমতার কথায়, ‘‘মালদহে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে। ঘটনা আমার হাতে নেই। ঘটনা ঘটার পরে সাথে সাথে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমন ঘটনা একটাও হোক আমরা চাই না৷’’
advertisement
এরপরেই মমতার প্রশ্ন, ‘‘খেজুরিতে কারা ঘর পুড়িয়েছে? নন্দীগ্রামে কে অত্যাচার করছে? মহিলাদের ধর্ষণ করবে বলছে। ওরা পালিয়ে এসেছে। পিজিতে যারা ভর্তি ছিল আমি তাদের গিয়ে দেখে এসেছি।’’
আরও পড়ুন: টাকা নিয়ে পছন্দের জায়গায় চাকরি! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘প্রশ্নপত্র’ নিয়ে সকাল সকাল মানিকের কাছে হাজির CBI
মুখ্যমন্ত্রী বিবৃতিতে জানান, পশ্চিমবঙ্গের ৭টি জায়গায় গন্ডগোল হয়েছে। কিন্তু, বিরোধীদের দাবি, ২২ জেলাতেই ছিল সমস্যা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা মানবিক, আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। একটা মৃত্যুও খারাপ। আমি অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে। কিন্তু আমি তো আর একা সিদ্ধান্ত নিতে পারি না।’’
advertisement
বিরোধীদের একযোগে আক্রমণ করে মমতার বক্তব্য, ‘‘রামধনু জোট ভাগাভাগি করে লড়েছিল৷ আর আমরা একা লড়েছি৷ এবারে ৮৭.৮০% মনোনয়ন জমা হয়েছে৷ ৩৮৯ অবজারভার নিয়োগ হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশন ৬৯৬ রিপোল করেছে৷ ভোটের সময় ব্যালট বক্স কে জলে ফেলে দিয়েছিল? পরিকল্পনা কে করেছিল? কে বলেছে ৩৫৫ করব।
advertisement
আপনারা আর আছেন ৬ মাস।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভোট হিংসা নিয়ে কথা বলতে গিয়ে সেই বাম-প্রসঙ্গ! মমতা বললেন, ‘যা করে গিয়েছে, একদিনে পারব না’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement